সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিশ পাড় গোল চত্বর এলাকা থেকে এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব-১২। এসময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিশ পাড় গোল চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আহছান উল্লাহ লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ৫’শ ২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।