দুই ভাই
যমুনায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত
বগুড়ায় যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। রবিবার (৪ মে) দুপুর ৩টার দিকে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা নদীর পশ্চিম তীরে মাছ ধরার নৌকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে দুই জন মাঝি মারা যান।
তারা হলেন— সিরাজগঞ্জ মেঘাই ইউনিয়নের বরইতলী গ্রামের কার্ত্তিক হাওলাদারের দুই ছেলে মনমত হাওলাদার (৩৫) ও সবুর হাওলাদার (৩২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’
২১৪ দিন আগে
নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবক হত্যায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় দেন। তবে রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা, ভাইয়ের যাবজ্জীবন
আসামিরা হলেন— আড়াইহাজারের সেন্দি এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও তার ভাই হাবিবুল্লাহ (৩৪)। নিহত স্বপন আড়াইহাজারের কাহেন্দি এলাকার মৃত রহম আলী ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৩১ মে দুই ভাই শামীম ও হাবিবুল্লাহ মিলে স্বপনকে হত্যা করে। এ ঘটনায় তার বোন জাহানারা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। সে মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।’
২১৮ দিন আগে
ঈদ উপহার দিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বাসচাপা, দুই ভাইসহ যুবক নিহত
ঈদের আনন্দ ভাগ করে নিতে উপহার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গী হয়েছিলেন তারই দুই ভাই। তবে সড়ক দুর্ঘটনায় উৎসবের আগে শোকের ছায়া নেমে এলো তাদের পরিবারে।
ঘটনাটি বরগুনার। জেলার পাথরঘাটা উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন সহোদর নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুজ্জামান শুভ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিহত হন। সঙ্গে প্রাণ যায় তার দুই ভাই শান্ত ও নাদিমের। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
এর ফলে নাসির খানের চার ছেলের মধ্যে তিনজনেরই প্রাণ কেড়ে নিল একটি সড়ক দুর্ঘটনা। এর আগে অপর ছেলেটিও ছোটবেলায় পানিতে ডুবে মারা যায় বলে জানান তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, নতুন পোশাক নিয়ে তিন ভাই শুভ, শান্ত ও নাদিম মোটরসাইকেল করে শুভর চাচা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে রাজিব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।’
২৫০ দিন আগে
চাচাতো ভাইকে হত্যার ২২ বছর পর দুই ভাইয়ের যাবজ্জীবন
নড়াইলে সাহেব আলী ফকির হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আপন দুই ভাই খলিল ফকির ও মারুফ ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মারুফ ফকির উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত খলিল ফকির ও মারুফ ফকির জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত শাহাদত ফকির ওরফে শাহা ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিডিউটার (এপিপি) আইনজীবী তারিকুজ্জামান লিটু।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৯ অক্টোবর কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী ফকিরকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আজিজুর বিশ্বাস বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
বিচারিক আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় ওই দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান।
আরও পড়ুন: শিশু ধর্ষণ মামলার ৮ বছর পর আসামির যাবজ্জীবন
৩৭৩ দিন আগে
কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদুল ও নজরুল নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫) ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।
আরও পড়ুন: নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
স্থানীয়রা জানায়, ছাতারপাড়ার বেগুনবাড়িয়া গ্রামের গাইন বংশ ও পিয়াদা বংশের মধ্যে দুই যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকালে পিয়াদা বংশের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাইন বংশের দুই ভাইয়ের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা দুজনকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: রাজধানীর রামপুরায় লেগুনার চালককে ছুরিকাঘাতে হত্যা
৪০০ দিন আগে
ঈদে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে রবিউল খান ও হুমায়ুন খান নামে আপন দুই ভাই নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে গোডাউনে মিলল ব্যবসায়ীর লাশ
নিহতরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের দুই ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিউল ও হুমায়ুন ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদ উপলক্ষে সকালে তারা মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তারা। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার বলেন, ‘নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন: পদ্মায় ট্রলার ডুবে গরু ব্যবসায়ী নিখোঁজ
৫৩৬ দিন আগে
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই ভাইসহ এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বগুড়া সদরের বুজরুকবাড়িয়া এলাকায় এবং বাইপাস সড়কে এই দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন- জেলার গাবতলী উপজেলার পারানীপাড়া এলাকার সুমনের ছেলে মাইনুর ও বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বলের ছেলে সিফাত।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। আর নিহত শাহানা আকতার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার মাইনুর আর সিফাত মোটরসাইকেলে করে বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক দুধবাহী একটি লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে যায় দুই ভাই। পরে তাদের পিষ্ট করে আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।
বগুড়া সদর থানার নারুলী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে।
আরও পড়ুন: কুকুর বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
আর কলেজছাত্রী শাহানা বালু বোঝাই ট্রাকচাপায় নিহত হয়েছেন।
সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন।
চকুড়ি সেতুর কাছে একটি বালু বোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন তার ভাই।
স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক এবং সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস
৬৬০ দিন আগে
কুমারখালীতে সংঘর্ষে দুই ভাই গুলিবিদ্ধ!
দ্বাদশ সংসদ নির্বাচনের পর সহিংসতায় কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসক গুলিবিদ্ধ হওয়ার কথা জানালেও অস্বীকার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেরকালোয়া মোড়ে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু: সহকর্মী
গুলিবিদ্ধ দুই ভাই ওই এলাকার মৃত কেঁদো শেখের ছেলে মো. জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)।
তারা বর্তমানে ২৫০ শষ্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনই জেলে।
গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, ছররা গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: চট্টগ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ
স্থানীয় সূত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বর আব্দুল খালেকের সঙ্গে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক দ্বন্দ্ব চলে আসছে। পদ্মা নদীতে মাছ ধরা, যেকোনো নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বেরকালোয়ারা মোড়ে দুপক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে আহতদের ছোট ভাই ইয়ারুল আলী অভিযোগ করে জানান, সাবেক মেম্বর খালেক ও তার দুই ছেলে রিপন এবং লিটনের সন্ত্রাসী বাহিনী আছে। তারা নিয়মিত জেলেদের কাছে চাঁদা দাবি করে। এসব নিয়ে ১০ থেকে ১৫ বছর ধরে ওই গ্রুপের সঙ্গে তাদের বিরোধ চলছে। বিরোধের জেরে বিভিন্ন অজুহাতে প্রায় প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। সকালেও তার দুই ভাইকে গুলি করে আহত করেছে।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৫, আহত ২৫
তার দাবি, নৌকায় ভোট দেওয়ার কারণেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেছে প্রতিপক্ষরা। অতীতের ঘটনায় কয়েকটি মামলা চলমান।
তবে অভিযোগ অস্বীকার করে খালেক মেম্বরের ছেলে রিপন আলী মুঠোফোনে জানান, প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করেছিল। সেজন্য তারাও প্রতিপক্ষকে পাল্টাধাওয়া দিয়েছিলেন। সে সময় কয়েকজনকে মারধর করা হয়েছে। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানায়, সকালে গোলাগুলির শব্দ শুনেছেন তারা। অতীতেও কয়েকবার সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ
গোলাগুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৯২ দিন আগে
গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু সহোদর হচ্ছেন- জেলার শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম ও মো. ইসমাঈল হোসেন।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
তারা দুইজনই স্থানীয় সরকার বাড়ি মাদরাসায় পড়াশোনা করতেন।
এলাকাবাসী জানায়, রবিবার (১৯ নভেম্বর) দুপুরে পাশের মো. কিবরিয়ার মাছের খামারের পানিতে ছোট ভাই পড়ে যাওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, তাদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
৭৪৬ দিন আগে
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ইছাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ফুফাতো ভাই ও বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে বাড়ির উঠানে খেলা করার সময় পুকুরে পড়ে গিয়ে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের মহিদ্দুনের ছেলে মুনতাসির আহমেদ তাসনিম (২) ও তার চাচাতো বোন রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহমেদের মেয়ে হাবিবা আক্তার (২)।
আরও পড়ুন: কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
এলাকাবাসী ও স্বজনরা জানান, বাড়ির উঠানে খেলছিল তারা।পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পুকুরে পড়ে যায়। পরে তাদের লাশ জলাশয়ে ভাসতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়িতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু
৭৪৭ দিন আগে