রিয়েলিটি শো
বিগ বস ১৩ সিজনে কাদের সাথে খুনসুটি করবেন সালমান খান?
ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ইউএনবি)- আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বিগ বস সিজন ১৩। সালমান খানের উপস্থাপনায় কালার্স টিভি রিয়েলিটি শো বিগ বস ১২টি সিজন মারাত্মক হিট হয়েছে। প্রতিবারই এক সিজন ছাড়িয়ে যাচ্ছে আরেক সিজনকে। এবার নতুনত্ব নিয়ে আসছেন বিগ বস সিজন ১৩।
২২৯৫ দিন আগে