আলমডাঙ্গা
ইট বহনকারী ট্রলিচাপায় মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইট বহনকারী ট্রলিচাপায় মুন্না হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
মুন্না খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে।
খাসকররা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিল্টন প্রামাণিক বলেন, মুন্না মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় খাসকররা বাজারের সামনে ইট বহনকারী ট্রলিচাপায় ঘটনাস্থলেই নিহত হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ট্রলিটি ফেলে চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় আহত ৯
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৪ মাস আগে
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মধুমালা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তারের স্ত্রী। এর আগে আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ১ জন নিহত, ৬টি গরুর মৃত্যু
পুলিশ জানায়, সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক তাকে অতিক্রম করতে যায়। এসময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন মধুমালা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করেন। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কুলখানি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
৬ মাস আগে
চুয়াডাঙ্গায় স্বামী ও স্ত্রীকে খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ঘটনায় আরেক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী এ মামলার রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রায় ঘোষণার পর দণ্ডিতদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসান নগর গ্রামের ক্লাবপাড়ার বজলুর রহমানের ছেলে সাহাবুল হক, একই গ্রামের শেষপাড়ার পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন এবং আসাননগর গ্রামের মাঝেরপাড়ার মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী।
এছাড়া আসাননগর গ্রামের স্কুলপাড়ার তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেনকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী গিয়াস উদ্দিন বলেন, ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করেন।
মামলার এজাহারের বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ায় বাস করতেন নজির মিয়া ও তার স্ত্রী ফরিদা খাতুন। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে যেকোনো সময় গলা কেটে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় নিহতের মেয়ে ডালিয়ারা পারভীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ২৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ শিহাব উদ্দীন তদন্ত শেষে হত্যায় সরাসরি জড়িত সাহাবুল হক, রাজিব হোসেন, বিদ্যুৎ আলী ও ভিকটিমের মোবাইল কেনায় জড়িত শাকিল হোসেনের নামে ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা: যুবকের মৃত্যুদণ্ড
বোনের প্রেমিকাকে হত্যা: ভাইসহ দুই যুবকের মৃত্যুদণ্ড
৭ মাস আগে
আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ধাক্কা দিলে চালক সোহেল আলীর (৩৫) মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ট্রাকে থাকা চালকের ২ সহকারী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক জেহালা ইউনিয়নের গোবিন্দপুর মণ্ডলপাড়ার মোহাম্মদ আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে চালক সোহেল আলী চুয়াডাঙ্গা থেকে ট্রাকটি চালিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রোয়াকুলি ঈদগাহ’র অদূরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ধাক্কা দেয়। এতে বসতবাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এবং ট্রাক চালক সোহেলের মৃত্যু হয়। গুরুতর জখম হয় ট্রাকে থাকা আরও দু’জন। তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
রনি হোসেন নামের স্থানীয় এক যুবক বলেন, বিকট শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এ সময় বাইরে বের হয়ে দেখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশি মোকলেচুর রহমানের বাড়িতে ধাক্কা দিয়েছে। দ্রুত সেখানে গেলে জানতে পারি দুর্ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারী দুজনসহ তিনজন গুরুতর জখম হয়েছে। পরে ট্রাক চালক সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে স্থানীয়রা হারদী হাপসাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিন আক্তার বলেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনে। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে অটোরিকশা উল্টে চালক নিহত, আহত ৫
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। তিনি ট্রাকের মধ্যেই মারা যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে আসা একটি ট্রাক পথে রোয়াকুলি গ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাসের একটি বাড়িতে ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় ওই বাড়ির রান্নাঘর ও টয়লেট ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ট্রাকচালক সোহেল আলীর মৃত্যু হয়। গুরুতর জখম হয় ট্রাক চালকের দুই সহকারী। চিকিৎসার জন্য তাদেরকে হারদী হাপসাতালে পাঠানো হয়। এবং নিহতের লাশ সদর হাসপতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: হাজীগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
১ বছর আগে
চুয়াডাঙ্গায় পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তৌহিদুল ইসলাম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার সেতুতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
তৌহিদুল উপজেলার ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানান, নিহত পল্লী চিকিৎসক তৌহিদুল ইসলাম চিকিৎসার কারণে রাত করেই বাড়িতে যেতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন।
আরও পড়ুন: ওসমানী হাসপাতালের সিঁড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
এরপর তিনি চায়ের দোকান থেকে উঠে চলে যায়। রাতে আর বাসায় ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পাননি।
কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হঠাৎ খুব সকালে আমাদের গ্রামের একজন আমাকে মোবাইল করে বলে তৌহিদুল মারা গেছে। লাশ ব্রিজে ঝুলছে।
তিনি আরও বলেন, আমি এটা শুনে তাৎক্ষণিক ওসিকে জানাই। পরে ঘটনাস্থলে এসে দেখি বিজ্রে তার লাশ দড়িতে ঝুলানো। বিজ্রের পাশের তৌহিদুলের মোটরসাইকেল আর মাথার টুপি পড়ে আছে।
নুরুল ইসলাম বলেন, আমরা তো তৌহিদুল ভালো ছেলে হিসেবেই জানি। যাই হোক এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হোক।
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন জানান, শুক্রবার সকালে ডম্বলপুর-মাধবপুর সড়কে সেতুতে তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। কিছুটা দূরে মোটরসাইকেল, মাথার টুপি ও পায়ের জুতা পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, সেখানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে মুক্তাকিনা খাতুন ঐশী (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) ভোরে অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাকিনা খাতুন ঐশী আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হাটখোলা পাঁচলিয়া গ্রামের টাইলস মিস্ত্রি শরিফুল ইসলামের মেয়ে। দুই বোনের মধ্যে ঐশী ছিল বড়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
ঐশীর মামা তালহা বিন বলেন, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আমার ভাগ্নি ঐশী। অনুমানিক রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। এরপর ঐশী ছটফট করতে থাকে।
জামজামি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাশেদুজ্জামান বলেন, মেয়েটির বাড়ি আমার ওয়ার্ডে। সাপের কামড়ে মেয়েটি মারা গেছে। ঘটনার পর থেকেই ঝাড়ফুঁক করা হয়। গ্রামের মানুষ সচেতন নয়। রাতেই মেয়েটিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সাপের কামড়ে একজন মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
১ বছর আগে
সংকটে জর্জরিত আলমডাঙ্গার রেলস্টেশন, নেই সংস্কারের উদ্যোগ
ভারতবর্ষে রেল যোগাযোগ চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেলস্টেশন চালু হয়। দেশের প্রথম দোতলা স্টেশন এটি। ঐতিহ্যবাহী এ রেলস্টেশনের মূলভবন নানা সমস্যায় জর্জরিত। সংস্কার ও সংরক্ষণেরও কোনো উদ্যোগ নেই। ব্রিটিশ আমলের এ স্থাপত্যের শরীরজুড়ে এখন পরগাছাদের বসবাস। রেলস্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই সময় ইউরোপ থেকে সৌন্দর্যবর্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে এসে লাগানো হয়েছিল। এর মধ্যে নানা প্রজাতির ফুলের গাছও ছিল। সেসবের মধ্যেকার একটি বিরল প্রজাতির পাম ও একটি কাঠমল্লিকা ফুলগাছ এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে।
আলমডাঙ্গা স্টেশনে দীর্ঘদিন ধরে কুলির কাজ করা হায়দার আলী বলেন, বয়েস তো অনেক হলো। বহু বছর এখানে কুলির কাজ করি। স্টেশনের মেরামত খুব দরকার। সেই ইংরেজরা কবে করে গেছে।
স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা প্রবীণ আনছার আলীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, এই স্টেশনের দ্বিতল ভবন মূলত ১৭৫৩ সালের পরে তৈরি। তখন ব্রিটিশরা এই ভবনকে এই এলাকার নীল চাষের অফিস হিসেবে ব্যবহার করত। এই স্টেশনের নিচের ভবনে যে কত নীল চাষির রক্ত মিশে আছে, সেটা বলাই বাহুল্য। ১৮৬২ সালের পরে এটা রেলস্টেশন করে ব্রিটিশরা। বর্তমানে এর অবকাঠামোগত উন্নয়ন খুব দরকার।
আরও পড়ুন: অবশেষে ‘ডি ক্লাস’ মর্যাদায় চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন
বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী এ রেলস্টেশনের মূল ভবনের কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিনের অবহেলায় ঐতিহ্যের এ স্মারকের অবয়বজুড়ে জন্মেছে আগাছা।
আলমডাঙ্গাবাসী রেললাইনের সংস্কার, স্টেশনের সংস্কার, ঢাকাগামী ট্রেনের বরাদ্দ দেওয়া আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন ট্রেনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
কুষ্টিয়ার দৌলতপুরে যেতে বাচ্চা নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন মাহবুবুর রহমান। তিনি বলেন, আলমডাঙ্গা স্টেশনটা অনেক পুরোনো। সেই হিসেবে এই স্টেশনের আরও উন্নয়ন খুব দরকার। এই স্টেশনে বসার পরিবেশ ভালো না। ভবনগুলোরও দুর্দশা কর্তৃপক্ষ খেয়াল করে না।
১ বছর আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ার নির্মাণাধীন ড্রেনে পড়ে সাড়ে তিন বছর বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার কলেজপাড়ায় ঢাকনাবিহীন ড্রেনের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিশু সামিয়া কলেজপাড়ার প্যাকেট ব্যবসায়ী রোকনুজ্জামানের মেয়ে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আহত ১
শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় শিশু সামিয়া কলেজপাড়া সড়কে তার বাবার দোকানের সামনে খেলছিল। একা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায় সে। এ সময় তাকে অনেক খুঁজেও না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন।
একপর্যায়ে ড্রেনের খোলা জায়গা থেকে বাঁশ দিয়ে পানি নাড়াচাড়া করলে ভাসমান অবস্থায় সামিয়ার দেহ দেখতে পায় তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন তিনি।
নাম না প্রকাশ করে বেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের উপরে অনেক স্থানে দীর্ঘদিনও ঢাকনা (স্ল্যাব) দেওয়া হয়নি। পূর্বেও ঢাকনাবিহীন এই ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের আদর্শপাড়ার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিয়া খাতুন ডলি (৫৫) একই এলাকার আক্কাস আলীর স্ত্রী।
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, রবিবার বিকালে ওই গৃহবধূ নিজ ঘরে টেবিল ফ্যানে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
ঠাকুরগাঁওয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলায় নওদাবণ্ডবিল কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাকটি জব্দসহ হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত টুকু মণ্ডল (৬০) আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত হারান মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে শ্রমিক নিহত
আটক হেলপার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (৩৮)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আলমডাঙ্গা উপজেলার নওদাবণ্ডবিল কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণকালে দ্রুতগতির একটি ট্রাক একজন শ্রমিককে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ১৭
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এআরএসএ ও আরএসও গ্রুপের বন্দুকযুদ্ধে একজন নিহত: পুলিশ
১ বছর আগে