বন্যপ্রাণি
‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
প্রকৃতি ও বন্যপ্রাণি সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি ক্যাটাগরিতে দুজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বন্যপ্রাণি উপদেষ্টা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল দেশের ৩০ কারখানা
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যপ্রাণি বিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটাগরিতে প্রয়াত বন্যপ্রাণি গবেষক ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান খান এবং বন্যপ্রাণি সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এছাড়া বন ও বন্যপ্রাণি সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণি সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা জেলার বখতিয়ার হামিদ মনোনীত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, বন্যপ্রাণি অবলুপ্তির ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং প্রতিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এজন্য বর্তমান সরকার বন্যপ্রাণি সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করছে। মন্ত্রী এ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন: উন্নত সেবার জন্য বিকাশ থেকে অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পদূনি) কেয়া খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমীনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
বিশ্ব জলাভূমি দিবসে ভারতে আরও দুটি রামসার সাইট ঘোষণা
ভারতে আন্তর্জাতিক জলাভূমি দিবস ২০২২ উপলক্ষে আরও দুটি নতুন রামসার সাইট ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট রামসার সাইটের সংখ্যা বেড়ে ৪৯ এ দাঁড়িয়েছে।
রামসার সাইট হলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি।
বুধবার গুজরাটের খিজদিয়া পাখি অভয়ারণ্য ও উত্তর প্রদেশের বাখিরা বন্যপ্রাণি অভয়ারণ্যকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এএনআই এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে দেশীয়ভাবে নির্মিত সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা
দেশটির ৪৭তম রামসার সাইটটি ছিল উত্তর প্রদেশের হায়দারপুর জলাভূমি।
দেশটির কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, উন্নয়ন ও পরিবেশকে একসঙ্গে চলতে হবে। জীববৈচিত্র্যের ৪০ শতাংশই আসে জলাভূমি থেকে।
জলাভূমি দিবসের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আজ আন্তর্জাতিক জলাভূমি দিবস। ভারতে দুই লাখেরও বেশি ছোট পুকুর রয়েছে। তবে এমন কিছু রয়েছে যা সংরক্ষণ করা দরকার। ভারতে ৫২টি জাতীয় বন রয়েছে যেখানে বাঘ আছে। এছাড়া ভারতে দুটি নীল ট্যাগ সৈকত রয়েছে। আমরা আজ দুটি রামসার সাইট যুক্ত করেছি।
এই ঘোষণার মধ্য দিয়ে ভারতে এখন ১০ লাখ ৯৩ হাজার ৬৩৬ হেক্টর এলাকা জুড়ে ৪৯টি রামসার সাইট রয়েছে; যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।
আরও পড়ুন: আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা
২ বছর আগে
ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবন পূর্ব বিভাগের ১ কোটি ৬৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সুন্দরবন পূর্ব বিভাগের প্রায় এক কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৯০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ বছর আগে