নুরুল হক নূর
হামলার পুনরাবৃত্তি রোধে গণতন্ত্রের রূপান্তর দ্রুত শেষ করব: মঈন খান
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার পুনরাবৃত্তি চান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা বলেন, ‘২০২৪ সালের আগস্ট থেকে গণতন্ত্রের যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি অতি শিগগিরই শেষ করব, যাতে নূরের ওপর যে অত্যাচার হয়েছে, আর কোনোদিন বাংলাদেশে তার পুনরাবৃত্তি না ঘটে।’
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরুল হক নূরের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে মঈন খান বলেন, ‘কেন তাকে এ পরিণতিতে আসতে হলো তা ভেবে দেখতে হবে। এমন নির্মম নির্যাতন বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না।’
এ সময় নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে মঈন খান বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করার একমাত্র উপায়। জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনা করবে।’
আরও পড়ুন: নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র প্রক্রিয়া ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। এখানে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গায়ের জোরে কারো মুখ বন্ধ করা যাবে না।’
বিএনপির শান্তিপূর্ণ রাজনীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আব্দুল মঈন খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, অশান্তির রাজনীতিতে নয়।’
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
১২৪ দিন আগে
মোদির বাংলাদেশ সফর প্রতিহত করবে ছাত্রসমাজ: ডাকসু ভিপি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সাম্প্রদায়িক’ নরেন্দ্র মোদি বাংলাদেশে আসলে ছাত্রসমাজ তাকে প্রতিহত করবে বলে বুধবার জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
২১৩৬ দিন আগে
ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে আরেকটি মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
২১৯৬ দিন আগে
ভিপি নুরের ওপর হামলা তদন্তে ঢাবিতে ৬ সদস্যের কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনা তদন্তে সোমবার ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২২০১ দিন আগে
নুরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের ২ নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার সংগঠনটির দুই নেতাকে আটক করেছে।
২২০১ দিন আগে
ডাকসু ভবনে হামলা: আইসিইউতে আহত ফারাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবিকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
২২০২ দিন আগে
ডাকসু ভিপি নুরের ওপর হামলা
ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন বিলের (সিএবি) প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার সময় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে।
২২০৭ দিন আগে
ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
২২১৪ দিন আগে
‘রাব্বানী ডাকসু থেকে পদত্যাগ না করলে আমরা পদক্ষেপ নেব’: ভিপি নূর
ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ইউএনবি)- দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের পদ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পদত্যাগ দাবি করেছেন ডাকসু ভিপি নুরুল হক নূর।
২২৯৮ দিন আগে