বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
মামলার বিবৃতিতে বাদী দাবি করেন, নুর ও তার অনুসারীরা ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়েছিলেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করে তোলে।
গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে নুর ও অন্য ২৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
এর আগে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন নুর।
২২ ডিসেম্বর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ডাকসু ভবনে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়ে ২৮ জনকে আহত করে বলে জানা যায়। এ সময় ফারাবি এবং সোহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয় হামলাকারীরা।