এসএসসি পরীক্ষার্থী
ভোলায় ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ভোলায় ট্রাকচাপায় মো. ইমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
ইমন ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিজিবাড়ির বাসিন্দা ও পরানগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে চুমকি রাণী হত্যা, ১ সন্দেহভাজন আটক
পুলিশ ও স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, ইমন ভেদুরিয়া ফেরিঘাট যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।
পথে পরানগঞ্জ চত্বরে ভেদুরিয়া ফেরিঘাট থেকে আসা একটি ট্রাকের চাপায় ইমনের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২ সপ্তাহ আগে
বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে আলিফ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
রবিবার (৫ মে) দুপরে গজারিয়া অংশের মেঘনা সেতুর প্রথম পিলারের কাছে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নিখোঁজ আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে।
সে ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা সাত থেকে আটজন বন্ধু মিলে দুপুরে মেঘনা সেতুর নিচে নদীতে গোসল করতে নামে। আলিফ সাঁতার না জানায় তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়।
আরও পড়ুন: যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
৭ মাস আগে
ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় নিরব হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্কুলছাত্র হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিহত স্কুলছাত্র নিরব হোসেন কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
তার বাড়ি চাঁদপুরে। বাবা মারা যাওয়ার পর তার মা দুই ছেলেকে নিয়ে মামা খৈয়ম বেপারীর বাড়িতে থাকেন। দুই ছেলের মধ্যে নিরব বড়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে বখাটেরা।
নিরব ঘটনার প্রতিবাদ করে। এরই জেরে শুক্রবার বিকালে শ্রীনগর কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে ধারালো ছুরি দিয়ে নিরবকে গুরুতর আহত করে হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন নিরবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল থেকে মর্গে পাঠানোর কাজ চলছে। কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পিছিয়েছে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা
জয়পুরহাটের হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১০ মাস আগে
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পঞ্চগড়ে পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা অন্য এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান (১৮) উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিমপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আহত শামিম ইসলাম মীম একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দুইজনই মীরগড় ময়নউদ্দীন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, সোমবার এসএসসি পরীক্ষার্থী হাবিবুর রহমান তার বন্ধু শামিম ইসলাম মীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল।
এ সময় তারা উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় আসলে এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে দুই জনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। এসময় হাবিবুর মাথা ও বুকে গুরুতর আঘাত পায়। তবে শামিম হাতে ও পায়ে গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তবে আহত শামীমকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
১ বছর আগে
সিরাজগঞ্জে খাদ্যনালিতে পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!
সিরাজগঞ্জের কাজিপুরে পানি পান করার সময় খাদ্যনালিতে পানি আটকে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বেলা ১১টায় কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ মে) কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু
মৃত আইয়ুব সরকার ওরফে রতন (১৬) ওই গ্রামের মৃত বাহাদুর সরকারের ছেলে। সে স্থানীয় শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের বিল্ডিং মেইনটেইন্স টেড্রের পরিক্ষার্থী হিসেবে চলতি বছর উপজেলা সদর বিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩ মে) সকালে রতন ভাত খাওয়ার পর পানি পান করার সময় তার খাদ্যনালীতে পানি আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় স্বজনরা তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বলেন, মর্মান্তিক ঘটনাটি শুনেছি।
তবে এটি থানা পুলিশের করণীয় কোনো বিষয় নয় বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: রায়পুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, আহত ১
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
১ বছর আগে
জয়পুরহাটে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
জয়পুরহাটের কালাইয়ে ঈদের নামাজ শেষে খাওয়া-দাওয়া করে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর।
শনিবার (২২ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
নিহত বিপ্লব হোসেন (১৯) কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিপ্লব হোসেন ঈদের নামাজ সেরে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যায়। পথিমধ্যে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের তিনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
১ বছর আগে
সিলেটে পুনঃনিরীক্ষণে ৪১ এসএসসি পরীক্ষার্থীর পাস
সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৫১ জনের ফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে ৪১ জন ফেল থেকে পাশ করেছেন আর ৩৮ জনের জিপিএ-৫ হয়েছে এবং বাকিদের গ্রেড পরিবর্তন হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে সিলেট শিক্ষাবোর্ড থেকে এই ফল প্রকাশিত হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ পাল জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ১৫১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। যাচাই-বাছাই শেষে ফল প্রকাশিত হয়।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে সিলেট বোর্ডে ১১ হাজারের অধিক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
আরও পড়ুন: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে গত বারের চেয়ে ৬ হাজার পরীক্ষার্থী কমেছে
এসএসসি পরীক্ষা: যশোর শিক্ষাবোর্ডের বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
১ বছর আগে
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সাবেরুল ইসলাম সাগর (১৬) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জ মাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগরের বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খোঁচাবাড়ি কালিচরণ গ্রামে। সে ওই গ্রামের মজিবুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জানা যায়, সাগর বাংলা ২য় পত্র পরীক্ষা দিতে বাসা থেকে অটোতে করে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। এসময় ঢাঙ্গীরহাট-কালীগঞ্জ সড়কের মাটিয়ারপাড়া এলাকায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়। এতে গুরুতর আহত সাবিরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭/৮ জন সহপাঠীসহ সাগর অটোতে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে ঢাঙ্গীরহাট-কালীগঞ্জ সড়কের মাটিয়ার পাড়া এলাকায় পৌঁছলে একটি ছাগল সড়কের ওপর উঠে আসে। এসময় অটোচালক পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সড়কে উল্টে যায়। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা. আফিয়া ফারজান তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাগর কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ওসি জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
২ বছর আগে
নাটোরে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কাকফো এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহিদুল ইসলাম (১৬) সদর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন জানান, শনিবার বাড়ি থাকে বের হয়ে আর ফেরেনি জাহিদ। পরে সকালে কাকফো এলাকার কালারা ব্রিজের পাশে জাহিদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রেম ঘটিত কারণে খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অতিরিক্ত পুলিশ সুপার।
২ বছর আগে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া ইউটার্ন এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় তিন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, দুর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদরাসার ছাত্র এবং চলতি বছরের দাখিল (এসএসসি) পরীক্ষার্থী।
আরও পড়ুন: ওয়াসার গাড়ির ধাক্কায় রাজধানীতে এসএসসি পরীক্ষার্থী নিহত
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিল। ধারণা করা হচ্ছে কোন ভারি যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদরাসার ছাত্ররা নিহত হয়।
আর পড়ুন: গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
লাশ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
নয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ বছর আগে