দিনাজপুরের বিরামপুরে পিকআপের চাপায় হাসান নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৫) বিরামপুর পৌর শহরের লিচু বাগান চকপাড়া এলাকার মিলন ইসলামের ছেলে। আমানুল্লা বিদ্যা নিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছে। এ ব্যপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।’