কর্তব্যরত চিকিৎসক
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর মুগদার এলাকায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. ইমন খন্দকার নামে চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
তারা দুজনেই ট্রাক মালিক। তাদের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বন্ধু মোশাররফ হোসেন বলেন, তাদের কাজ চলছে ডেমরা কোনাপাড়া এলাকায়। তারা মান্ডা থেকে ডেমরা কাজের ট্রাকের খোঁজ নিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থামানো ট্রাকের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি।
তিনি আরও বলেন, সে সময়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইমন, পেছনে ছিলেন ফারুক। দুর্ঘটনার সংবাদ শুনে এগিয়ে দেখতে পাই, গুরুতর আহত ব্যক্তি আমার বন্ধু। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচু মিয়া বলেন, ইমনের লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
১ বছর আগে
চাঁদপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র রুবেল মৃর্ধা(১৯) ও রফিকুল ইসলাম (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে আশিকাটি ইউনিয়নের উত্তর সেনগাঁও মৃর্ধা বাড়িতে এবং মৈশাদী মিজি বাড়িতে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত রুবেল মৃর্ধা নিজ বাড়িতে বড় ভাইয়ের মুরগির ফার্ম পরিষ্কার করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাদের একতলা বিল্ডিং এর উপর থেকে সে নিচে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম খান তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
নিহত রুবেল উত্তর সেনগাঁও গ্রামের নাসির মৃর্ধার মেঝো ছেলে। সে চাঁদপুর বাবুরহাট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
অপর ঘটনাটি ঘটে মৈশাদী গ্রামে। রফিকুল ইসলাম নিজ বাড়িতে ধান শুকাতে বড় স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের একজন অফিস স্টাফ বলে পরিবারের স্বজনরা জানায়।
আরও পড়ুন: পাবনায় থানা চত্বরে বিদ্যুৎস্পৃষ্টে এসআই এর মৃত্যু
এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম খান ইউএনবি কে জানান, ১ জন যুবক অপরজন বৃদ্ধ। এ ২ জনকে আধা ঘণ্টার ব্যবধানে ইলেকট্রিক শকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত)সুজন কান্তি বড়ুয়া ইউএনবিকে জানান, নিহতের স্বজনরা এডিএম বরাবর পোস্টমর্টেম না করার জন্য লিখিত আবেদন করলে তদন্ত সাপেক্ষ তা মঞ্জুর করায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পৃথক দু'টি জিডি করা হয়েছে।
৩ বছর আগে
সিলেটের বিশ্বনাথে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হাজী মখলিছ মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
৪ বছর আগে
করোনায় আক্রান্ত মাকে বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগ
করোনাভাইরাস আক্রান্ত মমতাময়ী মাকে বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।
৪ বছর আগে