জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)
বাংলাদেশ এফএও কাউন্সিলের সদস্য নির্বাচিত
বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) চলমান ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে সংস্থাটির কাউন্সিলের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে সদস্য নির্বাচিত হয়।
বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও-এর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে।
এফএও কাউন্সিলের সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: এফএও সম্মেলন: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান ৪৩তম কনফারেন্স হাইব্রিড (অনলাইন ও অফলাইন) মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। উক্ত প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে আরও রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান।
উল্লেখ্য, খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশ এর ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল।
আরও পড়ুন: বাংলাদেশে টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ছাদ কৃষি প্রয়োজন: এফএও
এফএওকে একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব শেখ হাসিনার
১ বছর আগে
খরা, যুদ্ধের মধ্যে ২০২২ সালে বিশ্বব্যাপী খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়: এফএও
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, শস্য ও উদ্ভিজ্জ তেলের মতো খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য গত বছর রেকর্ড পরিমাণ সর্বোচ্চ ছিল, এমনকি টানা ৯ মাস পতন দেখা গেলেও। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, খরা ও অন্যান্য কারণে মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং বিশ্বব্যাপী ক্ষুধাকে আরও খারাপ অবস্থায় নিয়ে যায়।
রোমভিত্তিক সংস্থাটি শুক্রবার বলেছে, ব্যবসানির্ভর খাদ্য পণ্যের আন্তর্জাতিক মূল্যের মাসিক পরিবর্তন পর্যবেক্ষণ করা এফএও খাদ্য মূল্য সূচক এক মাস আগের তুলনায় ডিসেম্বরে এক দশমিক ৯ শতাংশ হ্রাস দেখতে পেয়েছে। পুরো বছরের হিসাবে দাঁড়িয়েছে ১৪৩ দশমিক ৭ পয়েন্টে, যা ২০২১ সালের গড় থেকে ১৪ শতাংশ বেশি, বৃদ্ধিটি বেশ বড়।
ডিসেম্বরের পতনের কারণে আমদানি চাহিদা কমার মধ্য দিয়ে উদ্ভিজ্জ তেলের দাম হ্রাস পেয়েছে। এদিকে দক্ষিণ আমেরিকায় সয়াবিন তেলের উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা ও অপরিশোধিত তেলের দাম কমেছে। শস্য ও মাংসের দাম কম ছিল। তবে দুগ্ধজাত পণ্য ও চিনির দাম সামান্য বেড়েছিল।
এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এক বিবৃতিতে বলেন, ‘দুটি অত্যন্ত অস্থির বছর পরে শান্ত (তুলনামূলক) খাদ্য পণ্যের দামকে স্বাগত জানাই। সতর্ক থাকা এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা প্রশমিত করার জন্য দৃঢ় ফোকাস রাখা গুরুত্বপূর্ণ।’
এফএও’র তথ্য অনুযায়ী, গত বছর জাতিসংঘের সংস্থাটির খাদ্য মূল্য সূচক ১৯৬১ সালে রেকর্ড শুরু করার পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খাদ্য সংকটকে আরও বাড়িয়ে দেয়। কারণ দুটি দেশ গম, বার্লি, সূর্যমুখী তেল এবং অন্যান্য পণ্যের বৈশ্বিক সরবরাহকারীদের নেতৃত্ব দেয়। এদিকে, বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশে যারা ইতোমধ্যেই ক্ষুধার সঙ্গে লড়াই করছে।
আরও পড়ুন: বাংলাদেশে টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ছাদ কৃষি প্রয়োজন: এফএও
কৃষ্ণ সাগরের সরবরাহ ব্যাহত হওয়ার কারণে খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় বেড়েছে। উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি, দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে যা আমদানির ওপর নির্ভরশীল।
এফএও বলছে, গম ও ভুট্টার দাম গত বছর রেকর্ড উচ্চে পৌঁছেছে, যদিও ডিসেম্বরে অন্যান্য শস্যের দামের সঙ্গে তাদের দাম কমেছে। দক্ষিণ গোলার্ধে ফসলের সরবরাহ বৃদ্ধি পায় এবং রপ্তানিকারকদের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতা দেখা যায়।
সংস্থাটির উদ্ভিজ্জ তেলের মূল্য সূচক গত বছর সর্বকালে সর্বোচ্চে পৌঁছায়, এমনকি এটি ডিসেম্বরে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। ২০২২ সালের জন্য এফএও দুগ্ধজাত পণ্যের মূল্য সূচক ও মাংসের মূল্য সূচকও ১৯৯০ সাল থেকে সর্বোচ্চ ছিল।
আরও পড়ুন: এফএওকে একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব শেখ হাসিনার
এফএও সম্মেলন: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১ বছর আগে
খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
করোনার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন আরও অনেক বাড়াতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য এসেছে এবং উৎপাদনের উচ্চ প্রবৃদ্ধির ধারা আরও বেগবান ও ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
৪ বছর আগে
কোভিড-১৯ মহামারির মধ্যে ভারতে পঙ্গপালের হানা
করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারত ও পাকিস্তানের বিশাল মরুভূমি অঞ্চলে পঙ্গপাল হানা দিয়েছে।
৪ বছর আগে