চাঁপাইনবাবগঞ্জে দেশীয় চোলাই মদ তৈরির কারখানায় টাস্কফোর্সের অভিযানে মদ এবং মদ তৈরির উপকরণসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো, কানসাট মিলিকমোড় এলাকার মৃত একদিলের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৭)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ২৫
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, পুলিশ, আনসার ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স বৃহস্পতিবার রাত ৯টা থেকে দেশীয় মদ তৈরির ওই করখানায় অভিযান চালায়।
এসময় সোয়া ৯ লিটার দেশি মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ১
অভিযানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামরা দায়ের করা হয়েছে।