লক্ষীপুর
লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ
লক্ষ্মীপুরে শাহ আলম স্বপন নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলা আবিরনগর গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
নিহতের স্ত্রী শাহিনুর ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে নিজের অটোরিকশা নিয়ে বের হন স্বপন। এরপর থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। ওই দিন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।
সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রায়পুর উপজেলার বামনী এলাকার সুপারি বাগান থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। পুলিশ। পরে শাহ আলম স্বপনের লাশ শনাক্ত করেন তার স্বজনরা।
ধারণা করা হচ্ছে, রাতে স্বপনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার লাশ সুপারি বাগানে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: লক্ষীপুরে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত
লক্ষীপুরে জ্বর, সর্দি নিয়ে দুই মাসে ৪০ জনের মৃত্যু
১ বছর আগে
বাংলাদেশ কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. আব্দুল কাদের
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মো. আব্দুল কাদের।
ইতোপূর্বে তিনি ইউনিয়ন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংক কর্তৃক আয়োজিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার অনেক প্রকাশনা রয়েছে।
লক্ষীপুরের সন্তান ড. কাদের ব্যাংকার্স ফোরাম, বাংলাদেশ জনসংযোগ সমিতিসহ বিভিন্ন পেশাজীবী এবং ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।
২ বছর আগে
লক্ষীপুরে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত
লক্ষীপুরের রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন । রবিবার বিকেল ৫টার দিকে চাঁদপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বিকেলে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় সজিব।
নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাচনী সহিংসতা: আহত আ’লীগ কর্মীর মৃত্যু
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে সিল মারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সজিবের মাথায় চাপাতি ও লাঠির আঘাত লাগলে গুরুতর আহত হয় সে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সজিবেরে মাথায় গুরুতর আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীপুরের পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৫
৩ বছর আগে
লক্ষীপুরে জ্বর, সর্দি নিয়ে দুই মাসে ৪০ জনের মৃত্যু
জ্বর, সর্দি এবং শ্বাসকষ্ট নিয়ে গত দুই মাসে লক্ষীপুরে ৪০ জনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
লক্ষীপুরে আরও ৩৭ জনেরে করোনা শনাক্ত
লক্ষীপুরে জ্বর ও কাশি নিয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৬ জনে।
৪ বছর আগে