মৃতরা হলেন- যশোরে সদরের ফুলবাড়িয়ার বাসিন্দা সোলায়মান(৫৫)। তিনি রামগঞ্জ উপজেলার সোনাপুর মৌলভীবাজারে ভাড়া থাকতেন।অপরজন সদর উপজেলার বিরাহিমপুরের জহির হোসেন(৪৫)।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০, রামগঞ্জে ৭, কমলনগরে ৭, রামগতিতে ২ ও লক্ষীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেয়া চাঁদপুরের একজন চাকরিজীবী রয়েছে।
এছাড়াও লক্ষীপুর সদরে একজন ও রায়পুর উপজেলার একজন পুরাতন শনাক্ত ব্যক্তি রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগৃহীত নমুনা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ফল আসে। এর মধ্যে নতুন পজিটিভ ৩১ জন।
এছাড়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত পজিটিভ পাঁচ (কমলনগর) ও ঢাকা থেকে আগত এক (সদর) রয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৬ জনে।