রবিবার
রাজধানীর গেন্ডারিয়ার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গেন্ডারিয়ায় ১০টি দোকান ও একটি রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্রাপুর ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৮ ফেব্রুয়ারি
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।
রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফল প্রকাশে ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।
আরও পড়ুন: এইচএসসির ফলপ্রকাশ ৭ থেকে ৯ ফ্রেব্রুয়ারির মধ্যে
গত বৃহস্পতিবার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
ওইদিন দুপুর ১২টার পর থেকে ফলাফল জানা যাবে।
আরও পড়ুন: পটুয়াখালীতে কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
করোনা: দেশে মৃত্যু নেই, শনাক্ত ১২
দেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ১২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২১০ জন।
এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯১ হাজার ১৭০ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।
আরও পড়ুন: করোনা: দেশে মৃত্যু নেই, শনাক্ত ১১
মৃত্যুশূন্য দিনে দেশে ১৭ জনের করোনা শনাক্ত
বিশ্ব ইজতেমা: রবিবার সকালে আবদুল্লাহপুর-ভোগড়া-কামারপাড়ায় যান চলাচল বন্ধ থাকবে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো এবারও মুসল্লিদের জামাতে আসা-যাওয়া সহজ করতে কিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, কামারপাড়া রোড, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়কের বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল রবিবার সকাল ৬টা থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জিএমপি কমিশনার যানজট এড়াতে যাত্রীদের বাইপাস সড়ক ব্যবহার করার অনুরোধ করেছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার সকালে শুরু হয়ে রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: ধর্মীয় ভাবগাম্ভীর্যে অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিন
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: স্কাউটস ইভেন্ট স্থগিত করলেন প্রধানমন্ত্রী
ফারদিন নূরের মৃত্যু: বুশরার জামিন আবেদনের আদেশ রবিবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের ‘অপমৃত্যুর’ মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিনের বিষয়ে আদেশের দিন রবিবার (৮ জানুয়ারি) ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে বুশরার জামানের বিষয়ে শুনানি শেষ হয়। আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে সন্ধ্যায় জানানো হয় যে বিচারক রবিবার জামিনের বিষয়ে আদেশ দেবেন।
এদিন আসামির পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ও আব্দুর রহমান হাওলাদার।
আরও পড়ুন: ফারদিন নূর: র্যাব, ডিবি'র তদন্তে আস্থা প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
তারা বলেন, এটি চাঞ্চল্যকর মামলা। ডিবি, র্যাব তদন্ত করে জানিয়েছে, ফারদিন আত্মহত্যা করেছে, পোস্টমর্টেম রিপোর্টও এসেছে আত্মহত্যার বিষয়। বুশরা মেধাবী শিক্ষার্থী। বিতর্ক করার সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়। দুই তদন্ত সংস্থা তন্ন তন্ন করে দেখেছে, ঘটনা কী। বুশরা ঘটনার সঙ্গে জড়িত নয় মর্মে তদন্তে জানা গেছে।
তারা আরও বলেন, বুশরাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। তাদের (ফারদিন ও বুশরা) মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এটার প্রমাণ পাওয়া যায়নি। আমরা মানবিক কারণে এসেছি জামিন চাইতে। দয়া করে, তাকে জামিন দিন।
বাদীপক্ষ থেকে অ্যাডভোকেট শামীম হাসান জামিনের বিরোধিতা করে বলেন, বুশরা এজাহারনামীয় আসামি। মামলার তদন্ত চলছে। এ অবস্থায় আসামি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে। এজন্য তার জামিনের বিরোধিতা করছি।
আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে: বাবার দাবি
শুনানিকালে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা আদালতে হাজির হন।
উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
৯ নভেম্বর রাতে তার বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।
মামলায় ফারদিনের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
মামলার পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে বুশরাকে কারাগারে পাঠানো হয়, তিনি এখনও কারাগারে আছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেছে: ডিবি
টেকনাফে অস্ত্রধারীদের হাতে ৮ জন অপহৃত
টেকনাফের বাহারছড়া গহীন পাহাড় থেকে আটজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড জাহাজপুড়া পাহাড়ের ভেতর পানির ছড়া থেকে তাদেরকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে জাহাপুড়া এলাকার রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে করিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, তার ছেলে নুর মোহাম্মদ ও রশিদ আহমদের ছেলে আবছার।
বাহারছড়ার ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, কলেজ পড়ুয়া তিন শিক্ষার্থীসহ আটজন পাহাড়ি ছরাতে শখ করে মাছ ধরতে যান। সেখানে তারা অস্ত্রধারীদের কবলে পড়েন। পাহাড়ি এ এলাকাগুলো দিন দিন ভয়ংকর হয়ে উঠেছে। কাউকে একা পেলে সন্ত্রাসীরা অপহরণ করে। মুক্তিপণ না পেয়ে অপহৃতকে অতীতে হত্যার রেকর্ডও রয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে অপহরণের পর শিশুকে হত্যা, আটক ১
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, বাহারছড়ার জাহাপুড়া এলাকায় আটজনকে অপহরণের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলসহ আশপাশে অভিযানে যায়। পুলিশের একটি বড় টিম অভিযান অব্যাহত রেখেছে।
অপহরণকারীদের অবস্থান সম্পর্কে জানা গেলে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলে জানান তিনি।
অপহৃতদের অভিভাবকদের বরাত দিয়ে ওসি জানান, মোস্তফা কামালসহ আরও আটজন পাহাড়ি এলাকার খালে মাছ ধরতে গেলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এখন জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে হোটেলে রেখে ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার
ময়মনসিংহে ডিবি পরিচয়ে অপহরণচেষ্টার অভিযোগে আটক ৪
রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশুর মৃত্যু
রবিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১ সড়কে একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর রাইসা (২) বাসা মিরপুরের শাহ আলীবাগ এলাকায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার জানান, এ ঘটনায় বিআরটিসি বাসের চালক আলামিন (৩৬) সহ বাসটি আটক করা হয়েছে।
ওসি জানান, ছোট শিশুর রাইসা তার মায়ের সঙ্গে টেকনিক্যাল মোড় থেকে রিকশায় মিরপুর-১ এর দিকে যাচ্ছিল। তাদের পাশ দিয়ে একটি অটো রিকশা যাওয়ার সময় রিকশা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় প্যাডেল চালিত রিকশায় থাকা নিহত শিশু রাইসা ও তার মা রিকশা থেকে পড়ে যান। রাইসা পড়ে গিয়ে পিছনে থাকা বিআরটিসি বাসের চাকার নিচে চলে যায়। ফলে তার মাথা পিষ্ট হয়ে শরীর থেকে মাথার খুলি আলাদা হয়ে যায়। ফলে মাথার কোন অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। মস্তকবিহীন লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর মৃত্যু!
চুয়াডাঙ্গা সদরে গলায় সুজি আটকে রাব্বি নামে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিকাটায় এ ঘটনা ঘটে।
শিশু রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আদর্শপাড়ার ভ্যানচালক রুবেল হোসেনের স্ত্রী ছেলে। রাব্বি হলেন তিন ভাই বোনের মধ্যে ছোট।
রাব্বির মা চুমকি খাতুন বলেন, ‘দুপুরে ছেলে রাব্বিকে সুজি খাওয়াচ্ছিলাম। এসময় রাব্বির গলায় আটকে যায় সুজি। অনেক চেষ্টার পর কোনা উপায় না পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ছেলে আর পৃথিবীতে নেই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, সুজি আটকে যাওয়া রাব্বিকে পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মনপুরায় হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর অভিযোগ
চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
‘পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিত’
ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাসের গুণগত মান রবিবার সকালে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ছিল। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৪ তম স্থানে রয়েছে।
পাকিস্তানের করাচি ও লাহোর এবং ভারতের দিল্লি যথাক্রমে একিউআই ২৪৬,২৩৩ ও ১৯৩ স্কোর নিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছে।
বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘খারাপ’বলে মনে করা হয়।
একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান এখনও 'অস্বাস্থ্যকর'
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে,বায়ু দূষণ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলির মধ্যে স্থান করে নেয়। দূষিত বাতাসে শ্বাস নেয়া দীর্ঘদিন ধরে কোনও ব্যক্তির হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে বলে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ঢাকার বাতাস এখনও ‘অস্বাস্থ্যকর’
বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
শিগগিরই লোডশেডিং সমস্যার সমাধান নেই: তৌফিক ইলাহী
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে প্রাথমিক জ্বালানি আমদানি কমিয়ে দেয়ায় বিদ্যমান লোডশেডিংয়ের তাৎক্ষণিক কোনো সমাধান নেই।
রবিবার তিনি সাংবাদিকদের বলেন, বৈদেশিক মুদ্রা সংরক্ষণের পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনা করে আমাদের জ্বালানি আমদানি কমাতে হবে।
জনগণকে আরও ধৈর্য ধরার এবং জ্বালানি ব্যবহারে অপব্যবহার রোধে সচেতন থাকার আহ্বান পুর্নব্যক্ত করে তিনি বলেন, ব্রিটেন ও জার্মানির মতো উন্নত দেশগুলোতেও এখন ৪-৫ ঘন্টা লোডশেডিং হচ্ছে।
আরও পড়ুন: লোডশেডিং: ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, সরকার ভেবেছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, কিন্তু তা হয়নি।
তিনি বলেন, ভারতের আদানি গ্রুপ থেকে ১৬০০ মেগাওয়াট এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০০ মেগাওয়াট পাওয়ার আমদানির পরিকল্পনা রয়েছে।
কিন্তু এই দুটি প্রকল্পের সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় সেগুলো থেকে বিদ্যুৎ পেতে আরও তিন-চার মাস সময় লাগবে।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘ফলে খুব শিগগিরই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, সরকার সৌরশক্তি থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে। কিছু বিদ্যমান ডিজেল চালিত সেচ পাম্পগুলোকে সৌর-চালিত সেচ ব্যবস্থার সঙ্গে প্রতিস্থাপন করার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: লোডশেডিং: নভেম্বরের আগে উন্নতির আশা নেই, বললেন নসরুল হামিদ
ছুটির দিনে চাহিদা কম থাকা সত্ত্বেও লোডশেডিংয়ে নাগরিক ভোগান্তি