প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয় রবিবার থেকে খুলে দেওয়া হবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন শিক্ষা কেন্দ্রগুলো চালু করা হবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারফিউ চলাকালীন জেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ জেলার স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে শ্রেণি কার্যক্রমের সময়সূচি সমন্বয় করতে পারবেন।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই দেশের আটটি সিটি করপোরেশন এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সিটি করপোরেশন এলাকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা