ইমন
অভিনেতা ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব
সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও অভিনেত্রী মাহিয়া মাহির মধ্যকার ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে অভিনেতা ও মডেল মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদরদপ্তরে ডেকে নেয়া হয়।
নাম প্রকাশের না শর্তে র্যাবের এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ইমনকে র্যাবের সদরদপ্তরে উপস্থিত হতে বলা হয়। ‘তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব সদরদপ্তরে আসেন। এখন তাকে ডা. মুরাদ, অভিনেত্রী মাহিয়া মাহি ও তার মধ্যকার ফোনালাপ ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে ডা. মুরাদের দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অডিও ক্লিপে তিনি অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’, হুমকি এবং অশালীন প্রস্তাব দেন।
নারীদের প্রতি আপত্তিকর ও অশালীন মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ। মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: মুরাদের সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে: তথ্যমন্ত্রী
এবার মুরাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি বিএনপির
মুরাদকে জেলা আ’লীগ থেকে অব্যাহতি
৩ বছর আগে
লিবিয়া গিয়ে আড়াই বছর ধরে নিখোঁজ বিয়ানীবাজারের ইমন
সংসারে স্বচ্ছলতা ফেরাতে আদরের সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা-মা। দালালের খপ্পরে পড়ে জীবন বাজি রেখে দেশ ছেড়েছিলেন সন্তান। ইচ্ছে ছিল টাকা উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কে জানত জীবিকায় গতি আনতে গিয়ে থমকে যাবে জীবনের হদিস।
৪ বছর আগে