সংঘর্ষে নিহত
গরুর ধান খাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জে নিহত ১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. নজির হোসেন (৫০) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে।
এর আগে রবিবার বিকালে মান্নারগাঁও গ্রামে সংঘর্ষের এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশ দু’জনকে আটক করেছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
স্থানীদের বরাতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, রবিবার বিকালে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার গরু পাশের বাড়ির নজির হোসেনের আমন জমিতে গিয়ে পাকা ধান খাচ্ছিল। পরে ওই জমির কৃষক নজির হোসেন গরুটিকে ধানখেত থেকে উঠিয়ে দিলে গরুর মালিক মদরিছ মিয়া ক্ষিপ্ত হন। একপর্যায়ে দু’জনের এ নিয়ে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একে কেন্দ্র করে মান্নারগাঁও ও জালালপুর গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে কৃষক নজির হোসেনসহ ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে নজির হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
আরও পড়ুন: ছাতকে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
২ বছর আগে
সিলেট-তামাবিল সড়কে কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) ও একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে জৈন্তাপুর থেকে শিম ও বরবটি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন হোসেন আহমদ ও শুকুর আহমদ। অন্যদিকে প্রাইভেটকারটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। বেলা ১২ টার দিকে জৈন্তাপুরের হরিপুর স্কুল মার্কেট এলাকায় পৌঁছলে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশারচালক ও আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও এক আরোহী আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে স্থানীয় ও পুলিশ সদস্যরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
৩ বছর আগে
ছাতকে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জ ছাতকের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে শনিবার রাতে এই সংঘর্ষের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
নিহত খসরু মিয়া (৪০) জহিরপুর গ্রামের আলতাব আলীর ছেলে।
আরও পড়ুন: মাগুরায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জহিরপুর গ্রামের মজু মিয়া ও খসরু মিয়া আপন চাচাতো ভাই। বাড়ির পাশেই ডোবার দখল ও মাছ ধরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শনিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খসরু মিয়াসহ ১৩ জন আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রবিবার ভোরে খসরু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে মারামারির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
৩ বছর আগে
মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
মেহেরপুরের মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বুধবার (২১ জুলাই) বিকালে কেদারগঞ্জ-মুজিবনগরের মাঝামাঝি মানিকনগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২), মিনারুল ইসলামের ছেলে শামিম হোসেন (২২) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নিহাজুলের ছেলে মোস্তাক হোসেন (২০)।
পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১
স্থানীয়রা জানায়, বিকালে কেদারগঞ্জ- মুজিবনগরের মাঝামাঝি স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসাইন তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
মুজিবনগর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
৩ বছর আগে
বিয়ে বাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে কুমিল্লায় নিহত ২
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।
আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বুধবার রাত ১টার দিকে এই ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।
গুরুতর আহতরা হলেন- মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার ছেলে সজিব (১৮), মজিবুর রহমানের ছেলে মামুন (২০) এবং জয়নাল আবেদীনের ছেলে আক্তার হোসেন (১৮)।
আরও পড়ুন: পটুয়াখালীতে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমির উল্লাহ বলেন, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে নাচ গানের আয়োজন ছিল। নাচ গানের অনুষ্ঠান দেখতে পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু ছেলে আসে। তারা আয়োজকদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ ওঠে। গুঞ্জর গ্রামের ছেলেদের সেখান থেকে বের করে দেয়া হয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে আরও বেশ কয়েকজন ছেলেসহ সেখানে যাওয়ার চেষ্টা করে।। এসময় তাদেরকে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বাধা দিলে সেখানে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা দুজনের লাশ উদ্ধার করেছি।
আরও পড়ুন: সিলেটে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
তিনি আরও জানান, এঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
৩ বছর আগে
তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে সিরাজগঞ্জে নিহত ১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামে শনিবার রাত ১১টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
৪ বছর আগে