দৈনিক সংবাদ
কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন
কার্টুনিস্ট ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস শনিবার ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তিনি বাংলা দৈনিক সংবাদের কার্টুনিস্ট ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেন।
বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগঠকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগঠকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই
১ বছর আগে
এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
রাজধানীর বসুন্ধরা সিটির বিপরীতে ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির ঝালকাঠির সদর উপজেলার শিরজু গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন। মগবাজার চান ব্যাকারি গলিতে পরিবার নিয়ে থাকতেন।
আরও পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান জানান, কবির খান প্রেসের ব্যবসার সাথে জড়িত ছিলেন। এর আগে তিনি প্রথম আলো'র প্রেসে চাকরি করেছেন। বর্তমানে সংবাদ পত্রিকার হয়ে কাজ করছিলেন। এছাড়াও গার্মেন্টস পণ্যের ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী বলেন,তার স্বামী মোটরসাইকেল চালাতে পারেন না। হয়তো কারও সাথে যাচ্ছিলেন। বেলা এগারোটায় দিকে কাজে বের হয়েছিলেন তিনি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত
৩ বছর আগে
সাংবাদিক মুনীরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে
মানিকগঞ্জের প্রবীণ সাংবাদিক এম এ ওয়াহেদ মারা গেছেন
মানিকগঞ্জের প্রবীণ সাংবাদিক এম এ ওয়াহেদ তারা মিঞা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
৪ বছর আগে