বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। উপজেলার বিলনাদো গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
মৃতরা হলেন-ওই গ্রামের বাঁশি আকন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) ও ভাতিজা দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, আবেদনের প্রেক্ষিতে দেছের আকন্দ ও বাঁশি আকন্দ বাড়িতে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ দিতে যায়। কিন্তু প্রতিবেশি আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিতে না দেয়ায় বিদ্যুৎ অফিসের লোকজন ফিরে যান। সোমবার সন্ধ্যায় রফিক ও মর্জিনা বাড়িতে নিজেরাই বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য সিমেন্টের খুঁটি পোঁতার সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে ভাতিজা রফিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় উদ্ধারের জন্য মর্জিনা তাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু
ওসি জানান, এ ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার দুপুরে রুহিয়া থানার ঢোলারহাট ধর্মপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত পবিত্র বর্মণ (১৪) মধুপুর (মাস্টার পাড়া) গ্রামের বাসুদেব বর্মণের ছেলে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
এলাকাবাসীর বরাত দিয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, শনিবার সে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যায়। দুপুরে শুয়ে থাকা অবস্থায় বৈদ্যুতিক পাখা ছিড়ে পড়ে ও বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
৩ বছর আগে
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে খান মোহাম্মদ শাওন (৩৫)। তিনি পেশায় সেন্টারিং মিস্ত্রি ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। এই দম্পতির চার বছরের একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, গত ৪ মাস আগে শাওন ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোলহের জেরে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তাদের থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোরী
ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, পারিবারিক আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩ বছর আগে
সেচ পাম্পের সুইচে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
পঞ্চগড় সদরে সেচ পাম্পের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষনমারি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুনীল চন্দ্র রায় (২৮) ওই গ্রামের নবান্ন চন্দ্র রায় ওরফে নবানুর ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল জানান, রোপা চারা লাগাতে জমি প্রস্তুতির জন্য পানি দিতে সুনীল বাড়ির পাশে সেচ পাম্পের সুইচ দিতে যায়। পাম্পের সুইচ দেয়ামাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ বছর আগে
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জেলের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় শুক্রবার সকালে জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জেলের মৃত্যু হয়েছে।
৩ বছর আগে
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু
কুমিল্লার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ইন্টারনেট সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামে মঙ্গলবার সকালে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গায় শ্রমিকের মৃত্যু
দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার সকালে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
কুড়িগ্রামে অটোরিকশা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
কুড়িগ্রাম, ২১ জুলাই (ইউএনবি)-কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বকসীপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার সকালে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দলের নেতার করুণ মৃত্যু
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে।
৪ বছর আগে