তারা হলেন- উপজেলার চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে রুবেল হোসেন ও এই গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাকিল আহমদ।
নিহতদের মধ্যে রুবেলের মরদেহ সদর হাসপাতাল মর্গে ও অপর নিহত শাকিলের মরদেহ নিজ বাড়ীতে রাখা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু
প্রত্যক্ষদর্শী বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ভবানীগঞ্জের মিয়ারবেড়ীর এলাকার স্বপন ডাক্তারের জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সাথে জেলেদের জাল আটকা পড়ে। এসময় ওই জাল ছুটাতে গিয়ে দুই জেলে নিহত হন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে অন্য জেলেরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন।
আরও পড়ুন: ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্র নিহত
বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আজিজুর।
এদিকে, গত ১০ ডিসেম্বর কুমিল্লার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ইন্টারনেট সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় টেকনিশিয়ান নিহত হয়েছেন।
নিহত হুমায়ুন ফরিদী সাজু (২৫) জেলার দিঘল গ্রামের মৃত সাবুল মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী নন্দন রায় জানান, ইন্টারনেট লাইন মেরামত করার জন্য বৃহস্পতিবার তারা চারজন এক সাথে গেীরিপুর থেকে হোমনায় আসেন।ওই দিন দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হোমনা-বাঞ্ছারামপুর সড়কের পশ্চিম পাশের এলাকায় ইন্টারনেটের লাইন সংযোগ দেয়ার জন্য হুমায়ুন বৈদ্যুতিক খুঁটিতে উঠেন। হঠাৎ করেই বিদ্যুতের স্পার্কিং দেখি। সাথে সাথে কোমরে বেল্ট বাধা অবস্থায় খুঁটিতে ঝুলে পড়ে হুমায়ুন। পরে সহকর্মী তিনজনসহ স্থানীয়দের সহায়তায় ঝুলন্ত হুমায়ুন ফরিদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারও কোনো অভিযোগ পেলে ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।