ছাত্রের আত্মহত্যা
কুষ্টিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা!
কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিরাজ হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিরাজ কুমারখালীর গোবরা চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও কুমারখালী সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: স্মার্ট ফোন কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা!
তবে নিহতের স্বজন ও পুলিশ জানায়, মিরাজ হোসেন দীর্ঘদিন দাঁতের ব্যাথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ দাঁতের ব্যাথা বেড়ে গেলে দুপুরে ‘টাকা না থাকলে এই সমাজে তার কোন মূল্য নাই। তার কোনো বন্ধু নাই। পরিবারের কাছে তার কোন মূল্য নেই। সে যতই অসুস্থ হোক না কেন, আর যতই ভালো ছেলে হোক না কেন? সে সবার থেকে পৃথিবীতে খারাপ ছেলে। আল্লাহ মাফ করে দিও।’- সোস্যাল মিডিয়া ফেসবুকে এমন আবেগঘন ও অর্থাভাবের একটি স্ট্যাটাস দিয়ে মিরাজ বিষপানে আত্মহত্যা করেছে।
বিষপানের বিষয়টি জানতে পেরে স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মিরাজের ফুফাতো ভাই শাহিন বলেন, মিরাজ খুব ভাল ছেলে। দাঁতের রোগে ভুগছিল। ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে। পরে রাতে মারা যান।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার বলেন, ছেলেটি খুব ভাল ও পরিশ্রমী ছিলো। খুব কষ্ট করে একটি বিল্ডিং বাড়ি বানিয়েছিল। কিন্তু ওর (ছাত্র) অসুখ ছিল। হয়তো সেই অভিমানে আত্মহত্যা করেছে। ব্যাথায় ভুগছিল। ব্যাথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীতে গায়ে আগুন দিয়ে রিকশাচালকের আত্মহত্যা!
২ বছর আগে
এসএসসি’র ফলে অকৃতকার্য, মহেশপুরে ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৪ বছর আগে