বাজেট অধিবেশন
দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৫ জুন
আগামী ৫ জুন ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশনে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসবে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দীন আহমদ সোমবার(২০ মে) সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের তৃতীয় সংসদ অধিবেশন আগামী ৫ জুন বিকাল ৫টায় শুরু হবে।
২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সহ ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের পরবর্তী জাতীয় বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকা।
আরও পড়ুন: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার
পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লাখ টাকা (বরাদ্দের ২৬ দশমিক ৬৭ শতাংশ) রেখে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ব্যয়ের এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি।
সে হিসেবে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপি নিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে মোট এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকা।
এডিপিতে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১৩৩টি, জরিপ প্রকল্প ২১টি, কারিগরি সহায়তা প্রকল্প ৮৭টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের ৮০টি প্রকল্পসহ মোট প্রকল্পের সংখ্যা এক হাজার ৩২১টি।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ এডিপিতে সর্বোচ্চ ৩৮ হাজার ৮০৯ কোটি টাকা (বরাদ্দের ১৫ শতাংশ) বরাদ্দ পেতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তার সরকার যথাযথভাবে বাজেট উপস্থাপন করতে পারবে এবং তা বাস্তবায়নও করবে।
ছয় কার্যদিবসের পর গত ৯ মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হয়।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরের ৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর, ৬ জুন সংসদে পেশ
৬ মাস আগে
সংসদ অধিবেশন চলবে ৪ জুলাই পর্যন্ত
রবিবার বিকাল ৫টায় শুরু হওয়া বর্তমান জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে।
রবিবার (৫ জুন) জাতীয় সংসদে অনুষ্ঠিত বর্তমান সংসদের কার্যউপদেষ্টা কমিটির (বিএসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
প্রতিটি কার্যদিবসে আসরের নামাজের পর অধিবেশন শুরু হবে।
স্পিকার চলতি অধিবেশনের কার্যদিবস বাড়াতে বা কমাতে পারেন বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং ড. আব্দুস সাত্তার ভূঁইয়া সভায় উপস্থিত ছিলেন।
সভায় ৮ জুন পদ্মা সেতু নিয়ে সাধারণ আলোচনার সিদ্ধান্ত হয় এবং ৯ জুন বিকাল ৩টায় প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১২ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে এবং এটি ১৩ জুন পাস হবে।
২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থ বিল ২৯ জুন পাস হবে এবং বরাদ্দ বিল ৩০ জুন পাস হবে।
পড়ুন: সংসদের ১৮তম অধিবেশনের ৫ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
সংসদে বাজেট অধিবেশন শুরু
২ বছর আগে
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
দেশে প্রাণঘাতী করোনা মহামারির মধ্যেই একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন (অষ্টম অধিবেশন) বুধবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
৪ বছর আগে
করোনা মহামারির মধ্যেই বুধবার শুরু বাজেট অধিবেশন
দেশে প্রাণঘাতী করোনা মহামারির মধ্যেই একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন (অষ্টম অধিবেশন) বুধবার বিকাল ৫টায় শুরু হবে।
৪ বছর আগে
বাজেট ২০২০-২১: দেয়া হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ
করোনাভাইরাস মহামারির কারণে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিতে পারে সরকার।
৪ বছর আগে
বাজেট অধিবেশন ১০ জুন শুরু
একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ১০ জুন বিকাল ৫টায় শুরু হবে।
৪ বছর আগে