অবিলম্বে নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৩ মে) ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন।
আয়োজকদের তথ্য অনুসারে, সমাবেশটি সকাল ৯টা নাগাদ শুরু হয়েছে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এদিকে, সমাবেশে অংশ নিতে আসা নেতা–কর্মীদের ভিড়ে ভোর থেকেই শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত হয়ে আসে।
হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আজকের সমাবেশে তাদের দাবি পাঁচটি। এর মধ্যে অন্যতম হলো, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার।
আরও পড়ুন: শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে: ডা. শফিকুর রহমান
সংগঠনটির হিসাবমতে, সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে পরিচালিত অভিযান ও হতাহতের ঘটনার বিচার, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে এবং ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মৃত্যুর ঘটনার বিচার। এ ছাড়াও নারীর অধিকার সংস্কার সংক্রান্ত প্রস্তাবিত কমিশন বাতিল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের উপর কথিত গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।
এর আগে, হেফাজতের কর্মীরা রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় একটি মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সে সময় ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে, এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।