নগর ভবন
নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নগর ভবন ঘেরাও
বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্ন কর্মীরা।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে তাদের দাবি জানান।
তারা বলেন, আমাদের বেতন ৮ হাজার টাকা। তার মধ্যে গ্যাস ও পানির বিলের জন্য বেতন থেকে টাকা কেটে নিয়ে মাস শেষে আমাদের ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা দিয়ে বাজার করব নাকি ছেলেমেয়ের লেখাপড়া করাব? তাই আমাদের দাবি, বেতন বাড়াতে হবে।
আরও পড়ুন: ৫ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও
এ সময় বেতন সর্বনিম্ন ১৫ হাজার টাকা করার দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, ‘বেতন বাড়ানোর দাবিতে পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবনে জড়ো হয়েছে।’
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে বলে জানান ওসি নাসির আহমেদ।
১ মাস আগে
৩ মাসের মধ্যে ডিএনসিসির আওতাধীন নতুন এলাকার সড়ক নির্মাণকাজ শেষ: আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন অন্তর্ভুক্ত এলাকার অন্তত তিনটি প্রধান সড়কের নির্মাণকাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন সড়কের জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে রবিবার (৯ জুলাই) বিকালে নগর ভবনে ডিএনসিসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, ‘জনদুর্ভোগ কমাতে নতুন এলাকার সড়ক অবকাঠামো ও সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি প্রধান সড়ক: কসাইবাড়ি রোড, আজমপুর রোড ও হরিরামপুর রোড আগামী ৩ মাসের মধ্যে শেষ করতে হবে।’
এছাড়া প্রকল্পের আওতাধীন অন্যান্য সড়কের উন্নয়ন কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত গতিতে এ প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে।
মেয়র বলেন, ‘আমি ওই এলাকার জনগণকে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছি। রাস্তার সীমানার মধ্যে যাদের অবৈধ স্থাপনা আছে, নিজ থেকে সরিয়ে ফেলুন। আমরা সিটি করপোরেশন থেকে কোনো নোটিশ জারি করব না। মালিকরা যদি স্থাপনাগুলো অপসারণ না করে তাহলে সিটি করপোরেশন বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে।’
আরও পড়ুন: ডিএনসিসির মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন (ফেজ-১) শীর্ষক ৪০২৫.৬২ কোটি টাকার জিওবি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সেনাবাহিনী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আগামী ৯০ দিনের মধ্যে তিনটি প্রধান সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া প্রকল্পের অন্যান্য সড়কের কাজও অল্প সময়ের মধ্যে শেষ হবে।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিন, প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ডিএনসিসির মশকনিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে বিএনসিসি ও স্কাউট
১ বছর আগে
গাছ কাটার প্রতিবাদ: পুলিশের বাধায় পণ্ড হলো নগর ভবন ঘেরাও কর্মসূচি
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভকারীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তর নগর ভবন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
রবিবার ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, সকালে ধানমন্ডির ‘সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’-এর ব্যানারে প্রায় ২০০ জন মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
উন্নয়নের নামে ধানমন্ডির সাত মসজিদ রোডে ডিএসসিসি কর্তৃক গাছ কাটার প্রতিবাদে সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন-এর পক্ষ থেকে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে শাহবাগের দোয়েল চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) সহ বিভিন্ন সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে যোগ দেয়।
সকাল সাড়ে ১১টায় শাহবাগের দোয়েল চত্বর থেকে নগর ভবন অবরোধ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে যাত্রা করে বিক্ষোভকারীরা।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পিওবিএ) সাধারণ সম্পাদক আলমগীর কবির ইউএনবিকে বলেন, তারা রাজধানীর গুলিস্তান এলাকার বঙ্গবাজার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়।
পরে বিক্ষোভকারীরা বঙ্গবাজার মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেয় এবং ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আলাপের দাবি জানায়।
বেলা ১২টা ৪০ মিনিটে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বঙ্গবাজার মোড়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: অনুদানের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আইনি নোটিশ
১ বছর আগে
গণপরিবহনের শৃঙ্খলায় বৃদ্ধি পাচ্ছে পাইলট রুটের পরিধি
গণপরিবহনের শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় প্রস্তাবিত পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
৩ বছর আগে
সিসিক কর্মকর্তাদের সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ করতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) আসেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
৪ বছর আগে
দুর্নীতির লেশমাত্র রাখব না: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুর্নীতির লেশমাত্র না রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।
৪ বছর আগে