রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভকারীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তর নগর ভবন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
রবিবার ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, সকালে ধানমন্ডির ‘সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’-এর ব্যানারে প্রায় ২০০ জন মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
উন্নয়নের নামে ধানমন্ডির সাত মসজিদ রোডে ডিএসসিসি কর্তৃক গাছ কাটার প্রতিবাদে সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন-এর পক্ষ থেকে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে শাহবাগের দোয়েল চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) সহ বিভিন্ন সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে যোগ দেয়।
সকাল সাড়ে ১১টায় শাহবাগের দোয়েল চত্বর থেকে নগর ভবন অবরোধ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে যাত্রা করে বিক্ষোভকারীরা।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পিওবিএ) সাধারণ সম্পাদক আলমগীর কবির ইউএনবিকে বলেন, তারা রাজধানীর গুলিস্তান এলাকার বঙ্গবাজার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়।
পরে বিক্ষোভকারীরা বঙ্গবাজার মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেয় এবং ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আলাপের দাবি জানায়।
বেলা ১২টা ৪০ মিনিটে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বঙ্গবাজার মোড়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: অনুদানের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আইনি নোটিশ