ব্রুনাই
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত
ব্রুনাই দারুসসালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে।
বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।
আরও পড়ুন: স্বদেশ প্রত্যাবর্তন দিবস: স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক পাঠানো বাণী পাঠ করে শোনান নাহিদা রহমান সুমনা।
বাংলাদেশ হাইকমিশনার তার বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি হিসেবে গর্বের সঙ্গে অবিহিত করেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য সবার কাছে তুলে ধরেন।
বাংলাদেশ নামে এই সুন্দর দেশটির অভ্যুদয়ে অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সঙ্গে বাংলাদেশকে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জাতির পিতার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করার আশ্বাস দেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্দীপিত হয়ে সবাইকে কঠোর পরিশ্রম করার, ব্রুনাইয়ের আইন-কানুন মেনে চলার এবং বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত করার উপদেশ দেন।
এছাড়া, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
আরও পড়ুন: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১১ মাস আগে
ব্রুনাইয়ের সুলতানের উপহার পেল কুড়িগ্রামের সুবিধা বঞ্চিত শিশুরা
কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্রুনাই সুলতানের দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামাগ্রীর মধ্যে ছিল জুতা ও তৈরি পোষাক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেয়া জুতা ও পোশাক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারীদাতা ও উন্নয়নসংস্থা মুসলম এইড ও ইএসডিও।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর-এডুকেশন মো. শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১৬০জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর মৃত্যু!
২ বছর আগে
ছাগল ‘উপহার’ পাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান
এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াকে ‘উপহার’ হিসেবে বিশেষ জাতের বাংলাদেশি ছাগল ‘ব্ল্যাক ব্যঙ্গল’ উপহার দেবে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, বাংলাদেশ সুলতানের জন্য মেনুতে মাটন (খাসির মাংস) দিয়ে তৈরি কাচ্চি বিরিয়ানি রেখেছে, যা তিনি ‘অনেক পছন্দ করেন’।
মোমেন হেসে সুলতানকে দেয়া ছাগলের সঙ্গে একজন শেফ দিয়ে দেয়ার সম্ভাব্য পরিকল্পনার কথাও জানান।
একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর শেষ হলেও তিনি আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এই সফরকে ‘অত্যন্ত সফল’ বলে মনে করছে বাংলাদেশ।পররাষ্ট্রমন্ত্রী মোমেন সোমবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে বিদায় জানানোর কথা রয়েছে।
২ বছর আগে
জ্বালানি সহযোগিতায় সম্মত বাংলাদেশ ও ব্রুনাই
ঢাকা, ১৬ অক্টোবর (ইউএনবি)-
বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালাম জ্বালানি খাতে; বিশেষ করে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রক্রিয়া অনুসন্ধান করতে সম্মত হয়েছে।
রবিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর প্রকাশ করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য সম্মত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা এবং জ্বালানির একটি স্থিতিশীল ও মূল আঞ্চলিক রপ্তানিকারক হিসেবে ব্রুনাই দারুসসালামের অবস্থানের ভিত্তিতে দুই নেতা বাংলাদেশের জ্বালানি খাতে; বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রক্রিয়া অনুসন্ধান করতে সম্মত হন।’
আরও পড়ুন: অভিবাসী শ্রমিকদের জন্য সমান বিধান নিশ্চিত করুন: ব্রুনাইয়ের প্রতি বাণিজ্যমন্ত্রী
আনুষ্ঠানিক আলোচনার পর, দুই দেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় চুক্তিসহ চারটি সমঝোতা স্মারকেও (এমওইউ) সই করেছে।
চুক্তিটি হলো- বিমান সেবা চুক্তি। আর অন্য তিনটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক হলো- ‘বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক’, ‘তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক' এবং ‘নাবিকদের প্রশিক্ষণ, সনদ, ওয়াচকিপিং এর মান সংক্রান্ত ১৯৭৮ সালের আন্তর্জাতিক কনভেনশনের অধীনে ইস্যুকৃত সনদপত্রের স্বীকৃতির বিষয়ে সমঝোতা স্মারক’।
আলোচনায়, দুই পক্ষই বাণিজ্য ও বিনিয়োগকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে এবং দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য কাজ করার জন্য তাদের আশাবাদ ব্যক্ত করেছেন। বর্তমানে যা সম্ভাবনার চেয়ে অনেক নিচে অবস্থান করছে।
দুই দেশ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ব্রুনাই দারুসসালামের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বর্ধিত ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যবসায়িক সম্পর্ক এবং সহযোগিতার জন্য একটি পথ অনুসন্ধানের সম্ভাবনা নিয়ে আলোচনাকে স্বাগত জানায়।
উভয় নেতা হালাল বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়েও সম্মত হন।
বাংলাদেশ ব্রুনাই দারুসসালামকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগের সুবিধা দেয়ার প্রস্তাব করেছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ব্রুনাই দারুসসালাম প্রস্তাবটি নোট করেছে এবং উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য বিনিয়োগ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার কথা জানিয়েছে।
ব্রুনাই দারুসসালাম বাংলাদেশকে তার অর্থনৈতিক বৈচিত্র্যমূলক কর্মকাণ্ড যেমন খাদ্য, কৃষি এবং অ্যাকুয়াকালচারে (পানির মধ্যে গাছপালা উত্পাদন বা জীবজন্তুর বংশবৃদ্ধির প্রচেষ্টা) বিনিয়োগের কথা বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে সই হলো যেসব চুক্তি ও সমঝোতা স্মারক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-ব্রুনাই দ্বিপক্ষীয় আলোচনা সম্পন্ন
২ বছর আগে
ব্রুনাইয়ের সঙ্গে সই হলো যেসব চুক্তি ও সমঝোতা স্মারক
বাংলাদেশ ও ব্রুনাই রবিবার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে বিমান পরিষেবা চুক্তিসহ চার সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দ্বিপক্ষীয় এই চুক্তি ও স্মারক সই হয়।
চুক্তিটি হলো- বিমান সেবা চুক্তি। আর অন্য তিনটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক হলো- ‘বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক’, ‘তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক' এবং ‘নাবিকদের প্রশিক্ষণ, সনদ, ওয়াচকিপিং এর মান সংক্রান্ত ১৯৭৮ সালের আন্তর্জাতিক কনভেনশনের অধীনে ইস্যুকৃত সনদপত্রের স্বীকৃতির বিষয়ে সমঝোতা স্মারক’।
২ বছর আগে
ব্রুনাইয়ের জন্য বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রবিবার জ্বালানি সমৃদ্ধ ব্রুনাইকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
ঢাকায় ব্রুনাইয়ের অর্থ ও অর্থনীতি মন্ত্রী ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন আবদুল্লাহর সঙ্গে এক ব্যবসায়িক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা। আমার অনুরোধ থাকবে বাংলাদেশে বিনিয়োগ করার।’
বাণিজ্যমন্ত্রী ভারত ও চীনের মতো দেশগুলোর উল্লেখ করেন যেগুলো বাংলাদেশের জন্য প্রধান রপ্তানি গন্তব্য।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ব্রুনাই সুলতান
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বন্দর সুবিধা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।
ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ড. আমিন বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে এবং পরিবহনের ক্ষেত্রে একটি আঞ্চলিক হাব তৈরির সুযোগগুলো অন্বেষণ করুন। আমরা এই মুহূর্তে আমাদের সমুদ্রবন্দর সম্প্রসারণ করছি
বৈঠকে ‘ব্রুনাই হালাল ফুডস ইন বাংলাদেশ’ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া ঢাকায় পৌঁছেছেন
প্রতিমন্ত্রী আলম ব্রুনাইয়ে বাংলাদেশিদের বিশেষ করে নির্মাণ শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন।
বাংলাদেশ ও ব্রুনাইয়ের অর্থনীতিতে ব্রুনাইয়ে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বাংলাদেশ ব্রুনাইকে পেশাদার ও দক্ষ মানবসম্পদসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য তার প্রস্তুতির কথা জানায়।
সুলতান ব্রুনাইয়ের বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ‘পরিশ্রমী ও আন্তরিক’ বলে প্রশংসা করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াকে জানান যে বাংলাদেশ সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য প্রস্তুত এবং বাংলাদেশে ব্রুনাইয়ের বিনিয়োগকে উৎসাহিত করেছে।
আরও পড়ুন: ব্রুনাইয়ের সুলতানের সফরের অপেক্ষায় মোমেন
২ বছর আগে
ব্রুনাইয়ের সুলতানের সফরের অপেক্ষায় মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জনগণ ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মোমেন আশাবাদ ব্যক্ত করেন যে সুলতানের রাষ্ট্রীয় সফর বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে।
শনিবার বিকালে ব্রুনাই দারুসসালামের সুলতান তার প্রথম রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।
ব্রুনাই দারুসসালামের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
আলোচনার সময় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও বিনিয়োগের মাত্রা আরও জোরদার করার ওপর জোর দেন।
তারা আগামী দিনে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ প্রভৃতির জন্য সংযোগ বাড়ানোর জন্য সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি অন্বেষণ করতে একমত হয়েছে।
তারা মহামারি ও ইউরোপে সংঘাত, বিশেষত খাদ্য ও জ্বালানির নিরাপত্তাহীনতা এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার কারণে সৃষ্ট চ্যালেঞ্জের বিষয়েও মতবিনিময় করেন।
এরিওয়ান ইউসুফ ১৫-১৬ অক্টোবর বাংলাদেশ সফরে ব্রুনাইয়ের সুলতানের প্রতিনিধি দলের অংশ হিসেবে ঢাকায় আসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফে বিনতে শামস এবং ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমোনা, ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব পেঙ্গিরান নরহাশিমা মো. হাসান এবং ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান উপস্থিত ছিলেন।
২ বছর আগে
ব্রুনাইয়ের সুলতান আসছেন ১৫ অক্টোবর: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার বলেছেন, ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়াহ’র বাংলাদেশে রাষ্ট্রীয় সফর নির্ধারিত হয়েছে ১৫ থেকে ১৭ অক্টোবর।
আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সফরটি ১৪ থেকে ১৬ অক্টোবর নির্ধারিত ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
যেসব দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে সেগুলোর একটি হচ্ছে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ফ্লাইট চালু। বাংলাদেশ থেকে জনবল নিয়োগের বিষয়ে দ্বিতীয় সমঝোতা স্মারক সই হবে।
ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বাংলাদেশ এ বিষয়ে আলোচনা করছে এবং উপলব্ধ সব বিকল্প অনুসন্ধান করছে।
আরও পড়ুন: মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে। আমরা কোনো যুদ্ধ চাই না। যদি যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যায়, আমরা খুব খুশি হব। আমরা আমাদের নিজস্ব অবস্থান শেয়ার করলে যুক্তরাজ্যও তাদের অবস্থান জানায় (সোমবার মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোন কথোপকথনের সময়)।’
তিনি বলেন, ‘আমাদের নির্দিষ্ট কিছু নীতি আছে। আমরা জাতিসংঘের ভূমিকায় বিশ্বাস করি। আমরা আমাদের সিদ্ধান্ত বিচক্ষণভাবে নেব (কোনো রেজুলেশনে ভোট দেয়ার সময়)। আমরা আমাদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিই।’
ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ বাংলাদেশে অবস্থানকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
সফরকালে সুলতান সাভারে অবস্থিত জাতীয় শহীদ স্মৃতিসৌধও পরিদর্শন করবেন।
ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশে এটিই ব্রুনাইয়ের কোনো সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে।’
তিনি বলেন, তিন দিনের এই সফর বিশেষ তাৎপর্য বহন করে।
সফরকালে সুলতান ওয়াদ্দৌলাহ অন্যান্য ব্যস্ততার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: উন্নয়ন প্রকল্পে অর্থের তুলনায় কাজ উন্নত হয় না: পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
ব্রুনাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
ব্রুনাইয়ে মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত নুর মোস্তফা (৪৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকার ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বাঘার ছেলে।
তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্র জানায়।
নিহতের চাচাতো ভাই নুর আলম জানান, বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে ব্রুনাই যান মোস্তফা। রাত ৮টার দিকে ব্রুনাই থেকে নুর মোস্তফার এক বন্ধু ফোন করে তার স্ত্রীকে দুর্ঘটনার খবর দেন।
ভাইয়ের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি।
পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত
২ বছর আগে
হজে অংশ নিচ্ছে না ৪ দেশ
ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ব্রুনাই এবারের হজে অংশ নেবে না বলে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।
৪ বছর আগে