বেনাপোল এক্সপ্রেস
কুষ্টিয়ায় বেনাপোল এক্সপ্রেস থেকে ১১ কোটি টাকার এলএসডি জব্দ
কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে অন্তত ১১ কোটি টাকা মূল্যের ২১ বোতল এলএসডি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এসময় ১৯টি ভারতীয় কোম্বলও জব্দ করে বিজিবি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাদক জব্দ, গ্রেপ্তার ৪
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মালিক বিহীন অবস্থায় ৫০ এমএল বোতলের ২১ বোতল এলএসডি জব্দ করা হয়।
পোড়াদহ রেলওয়ে স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে এসব মাদক জব্দ করা হয়।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, জব্দ হওয়া এলএসডির ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পল্লবীতে 'মাদক সংক্রান্ত বন্দুকযুদ্ধে' নারী নিহত
২ সপ্তাহ আগে
২ দিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২১ ট্রেন
রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে চার যাত্রীর মৃত্যুর ঘটনায় বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি ট্রেনের যাত্রা দুই দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর।
নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) এবং নির্বাচনের দিন রবিবার (৭ জানুয়ারি) এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: কাজ বাকি থাকায় আজ চালু হচ্ছে না খুলনা-যশোর-মোংলা রুটে ট্রেন চলাচল
বিষযটি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, ‘অনিবার্য কারণবশত শনিবার ও রবিবার বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে। পাশাপাশি মহানন্দা আপ ও ডাউন, রকেট আপ ও গাউন, পদ্মরাগ ২১/২২, রংপুর শাটল ৯৭/৯৮, ঢাকা কমিউটার- ৯৯, রাজশাহী কমিউটার ৫/৬ ও বগুড়া কমিউটার ৫/৬ শনিবার ও রবিবার বন্ধ থাকবে।’
আরও পড়ুন: রাজনৈতিক ফায়দার জন্য আবারো আগুন নিয়ে খেলা শুরু করেছে সরকার: ট্রেনে অগ্নিসংযোগ প্রসঙ্গে বিএনপি
এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) শনিবার আংশিক চলবে এবং রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।
আরও পড়ুন: নির্বাচনের ঠিক আগে ট্রেনে আগুন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চূড়ান্ত অভিপ্রায়: পররাষ্ট্রমন্ত্রী
১০ মাস আগে
গোপীবাগে ট্রেনে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর গোপীবাগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে এ ঘটনার কারণ চিহ্নিত করে দায়িত্ব নির্ধারণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে গঠিত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বলেন, ট্রেনের পুড়ে যাওয়া বগি থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, রাত ৯টা ৫ মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ৯টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকাগামী ট্রেনটির ৩টি বগি পুরোপুরি পুড়ে গেছে।
আরও পড়ুন: রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত ৪
১০ মাস আগে
২ মাস পর ‘বেনাপোল এক্সপ্রেস’ বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল
করোনাভাইরাসের কারণে ২ মাস ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে অর্ধেক যাত্রী নিয়ে বেনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
৪ বছর আগে