করোনাভাইরাসের কারণে ২ মাস ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে অর্ধেক যাত্রী নিয়ে বেনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
বেনাপোল-ঢাকা-বেনাপোল ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভারত থেকে কোনো যাত্রী না আসায় অনেকটা যাত্রী শুন্য ছিল। তবে অধিকাংশ টিকিট অনলাইনেই বিক্রি করা হয়েছে।
স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হয়নি। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। সামান্য কিছু টিকিট স্টেশন থেকে বিক্রি করা হয় স্বাস্থ্যবিধি মেনে। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও যাত্রী ভাড়া আগের মতোই রাখা হয়েছে বলে স্টেশন মাস্টার জানান।