নওগাঁর বদলগাছী
বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
নওগাঁর বদলগাছীতে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত সাজু হোসেন ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। আর অভিযুক্ত রাজু আহম্মেদ তার বড় ভাই।
আরও পড়ুন: হবিগঞ্জে যুবকের ইটের আঘাতে পুলিশ সদস্য নিহত
মথুরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, বুধবার বিকালের দিকে দুই ভাই খড়ের পালা দিচ্ছিলেন। ছোট ভাই খড়ের পালার উপরে ছিলেন। আর বড় ভাই নিচ থেকে খড় তুলে দিচ্ছিলেন।
এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কিনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই নিচ থেকে ছোট ভাইকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। এতে তিনি আহত হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
জানতে চাইলে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসেছি। এখনও কারণ জানা যায়নি। তবে চেষ্টা চলছে। আর আইনগত সব প্রক্রিয়া চলমান।
একই ভাবে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, মৃত্যুর খবর শুনেছি। তবে কী কারণে মারা গেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করার জন্য পুলিশ সদস্যরা সেখানে গিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। রাজুকে গ্রেপ্তার করতে পুলিশের টিম মাঠে কাজ করছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে’ প্রাণ গেল শিশুর
বরিশালে বড় ভাইদের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
১ বছর আগে
রক্ত দিতে যাওয়ার পথে নাটোরে ট্রলির ধাক্কায় ব্র্যাক ম্যানেজার নিহত
রক্ত দিয়ে আরেকজনের জীবন বাঁচানোর জন্য নওগাঁর বদলগাছী থেকে স্ত্রীকে নিয়ে পাবনা যাচ্ছিলেন ব্র্যাকের এক ম্যানেজার। পথে দুর্ঘটনার শিকার হয়ে র্মমান্তিকভাবে নিহত হয়েছেন তিনি।
৪ বছর আগে