কাহালু
কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) নামুজা-বারমাইল রাস্তার কালাই ইউনিয়নের কাউড়া বাজারে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত মোটরসাইকেলচালক আমজাদ হোসেন কাহালু উপজেলার কালাই দামগাড়ার মৃত ফালানের ছেলে।
স্থানীয়রা জানান, আমজাদ হোসেন ও তার ছেলে মোটরসাইকেল নিয়ে পাকা রাস্তায় উঠেন। রাস্তায় কাদা থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আমজাদ হোসেন রাস্তার উপর পড়ে যান। এসময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১১ মাস আগে
বগুড়ার ভ্যান উল্টে চালক নিহত
বগুড়ার কাহালুতে ভ্যান গাড়ি উল্টে চালক মেহের আলী সরদার নিহত হয়েছেন।
রবিবার (১৯ নভেম্বর) ১১টার দিকে কাহালুর পাইকর বারদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।
নিহত চালক মেহের আলী সরদার পাইকড় আখরাইল গ্রামের মৃত সফের আলীর ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে ইটভাটায় এক্সকেভেটর দুর্ঘটনায় চালক নিহত
ঢাকার কদমতলীতে স্টিল মিলের আগুনে দগ্ধ হয়ে নিহত ১, আহত ৩
১ বছর আগে
বগুড়ার কাহালুতে চাঁদার দাবিতে পোস্টারিং, আটক ৩
বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের চারটি পাড়ার দুই শতাধিক বাড়ির দরজা ও দেয়ালে চাঁদা দাবি করে পোস্টার সাঁটানো হয়েছে।
শনিবার রাতে সাঁটানো এসব পোস্টারে ২০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছে।
এদিকে পোস্টার সাঁটানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত রবিবার রাতে ৩ ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পুলিশ আটকদের নাম ঠিকানা দিতে অপারগতা প্রকাশ করেছে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
এসব পোস্টারে আগামী ৬ অক্টোবরের মধ্যে গ্রামের একটি পুকুরপারে লাইট পোস্টের সঙ্গে লাগানো বাক্সে চাঁদার টাকা দিতে বলা হয়েছে। টাকা না দিলে ৭ অক্টোবর থেকে গ্রামের ছেলে-মেয়ে হারিয়ে গেলে কারো কিছু করার থাকবে না বলে হুমকি দেওয়া হয়েছে।
এতে আরও লেখা রয়েছে, আমি বা আমরা কে সেটা না খুঁজে আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন তাহলেই নিরাপদ। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলবেন না। যদি ছেলে-মেয়েদের মঙ্গল চান তাহলে উল্লেখিত নিদের্শনা মোতাবেক কাজ করুন, নিজের বাচ্চাদের সুরক্ষিত করুন, ধন্যাবাদ।
রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর ওই চার পাড়ার মানুষ এ ধরনের পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
তবে পুলিশ বলেছে, আতঙ্কের কিছু নেই। মাদকের টাকা সংগ্রহ করতে এই পোস্টার সাঁটানো।
তবে গ্রামের বাসিন্দারা বলছে, বিষ্ণুপুরে মাদক বাণিজ্য কিংবা সেবনকারী নেই বললেই চলে।
সোমবার জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, আপনারা ভয় বা আতঙ্কিত হবেন না। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। অপরাধীরা যেই হউক অচিরেই তাদের আটক করা হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় মানুষের মাথার খুলি জব্দ, কবিরাজ আটক
কুড়িগ্রামে বিদেশি মদ জব্দ, আটক ২
১ বছর আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত
বগুড়ার কাহালুতে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (২৭ জুন) উপজেলার নওগাঁ-বগুড়া-আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিবিরপুকুর এলাকার রাশেদ শেখের দুই মেয়ে আশামনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশা চালক আমিনুর রহমান তোতা (২৪)।
আরও পড়ুন: বতসোয়ানায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত, ৭ জন আহত
আহতরা হলেন- রাশেদ শেখ ও তার স্ত্রী জোসনা বেগম।
তাদের এক সন্তানকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, সকাল ৯টার দিকে গাইবান্ধাগামী সিএনজিচালিত অটোরিকশাটি মাছবোঝাই ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং বাকি দুইজন আহত হয়।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত, আটক ১
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, ১৬ জন আহত
১ বছর আগে
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিসহ নানা অভিযোগে দুই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ শেখাহারের নাঈম-রিমন লাচ্ছা কারখানায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ জেলেকে কারাদণ্ড-জরিমানা
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, একই তেল বারবার ব্যবহার ও লাচ্ছা সংরক্ষণে খবরের কাগজ ব্যবহারের দায়ে এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রিমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, একই অভিযোগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী কাজিপাড়ার ভাই ভাই লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোজ্জাফর হোসনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ নিয়ে দুই কারখানাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে অভিযান চলমান আছে। পুরো রমজান মাসেই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে সেমাই কারখানাসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বায়ু দূষণ: ঢাকায় ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটার জরিমানা
১ বছর আগে
স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা!
বগুড়ার কাহালু থেকে সবুজ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার কাইট বড়পুকরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সবুজ ওই গ্রামের হাসেম আলীর ছেলে। পারিবারিক কলহের জেরে ঘরের তিরের সঙ্গে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার।
সবুজের স্ত্রী জানান, তার স্বামীর মাথার সমস্যার কারলে ঠিকমত কাজকর্ম করতে পারেনা। মাঝে-মধ্যে অটোরিকশা চালালেও সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এছাড়াও অনেক সময় সবুজ পাগলামিও করে। ঘটনার দিন সকাল ১০ টার দিকে হঠাৎ করে তাকে কিছু টাকা দিয়ে বলেন চাল এনে ভাত রান্না করে দাও। আমি দোকান থেকে চাল এনে দেখেন ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার স্বামীর লাশ ঝুলছে।
স্থানীয় লোকজন জানান, মাথার সমস্যার কারণে সবুজ ঠিকমত কাজ করতে পারতেন না। তাই স্থানীয় এনজিও থেকে টাতা ঋণ নিয়েছে। সেখানেও ঋণের কিস্তি ঠিকমতো দিতে পারতেন না।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। সংসারে অভাব-অনটন, ঋনসহ তার মাথার সমস্যা কারণে সবুজ আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: জয়পুরহাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাটে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরে দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
বগুড়ায় প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪
বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কালিয়া পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেট কার-চালক পত্নীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)।
আরও পড়ুন: গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেট কারে তারা নওগাঁ থেকে বগুড়া আসছিলেন। পতে কাহাল উপজেলার দরগাহাট এলাকায় পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তার ছেলে টগর ও প্রাইভেট কার-চালক সুমন নিহত হন। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে আব্দুর রহমানের মৃত্যু হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
ওসি জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
২ বছর আগে
কাহালুতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
বগুড়ার কাহালুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সেকেন্দার আলী (৫৫) মারা গেছেন। শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তাঁতীলীগ নেতা রাকিবের বাড়িসহ পাঁচটি বাড়ি ও একটি দোকান এবং একটি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা।
নিহত সেকেন্দার আলী কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি একই গ্রামের উন্নয়ন কমিটির সভাপতি ও মৎস্য ব্যবসায়ী।
আগুনের সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গেলে গ্রামবাসী তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেকেন্দার ও রাকিবের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বুধবার সন্ধ্যায় জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থানকালে সেকেন্দারকে ১০-১২ জন দুর্বৃত্ত এসে কুপিয়ে আহত করে। তারা তাঁতীলীগ নেতা রাকিবের নেতৃত্বে এই হামলা চালায় বলে এলাকাবাসীর অভিযোগ। দুর্বৃত্তরা সেকেন্দারকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে গেলে, তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: নাটোরের লালপুরে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ আটক ৩
২ বছর আগে
বগুড়ায় নিখোঁজের দু’দিন পর এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার
বগুড়া, ১৯ সেপ্টেম্বর (ইউএনবি)- বগুড়ার কাহালুতে নিখোঁজের দু’দিন পর এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ বছর আগে