বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিসহ নানা অভিযোগে দুই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ শেখাহারের নাঈম-রিমন লাচ্ছা কারখানায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ জেলেকে কারাদণ্ড-জরিমানা
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, একই তেল বারবার ব্যবহার ও লাচ্ছা সংরক্ষণে খবরের কাগজ ব্যবহারের দায়ে এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রিমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, একই অভিযোগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী কাজিপাড়ার ভাই ভাই লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোজ্জাফর হোসনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ নিয়ে দুই কারখানাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে অভিযান চলমান আছে। পুরো রমজান মাসেই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে সেমাই কারখানাসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বায়ু দূষণ: ঢাকায় ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটার জরিমানা