ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম
ডিএনসিসির ঈদের প্রধান জামাত মিরপুর গোলারটেক মাঠে
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মিরপুর গোলারটেক মাঠে ঈদের দিন সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এলাকাবাসীর সঙ্গে জামাতে অংশ নেবেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর এবং কর্মকর্তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ৫টি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।
ডিএনসিসির উদ্যোগে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৫৪টি ওয়ার্ডে মোট ২৭০টি ঈদের জামাত আয়োজন করা হচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা উত্তরে বসবাসরত নগরীবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবার ঈদে গোলারটেক মাঠে ডিএনসিসির প্রধান জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করেন মেয়র।
মেয়র আতিক বলেন, ‘আমি নিজেও এই জামাতে অংশগ্রহণ করব। এর ফলে ঢাকা উত্তরের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হবে। ওয়ার্ডভিত্তিক ঈদের জামাত আয়োজনের পাশাপাশি এবার প্রথম বড় পরিসরে মিরপুরে ডিএনসিসির প্রধান জামাত আয়োজন হচ্ছে।'
ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নগরবাসীকে সম্পৃক্ত করে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং সাংস্কৃতিক ও অন্যান্য উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুলশানে এ বছর পহেলা বৈশাখ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপন করা হয়েছে।'
৬ মাস আগে
নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করেছে ডিএনসিসি
রমজানে মাসব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর গুলশানে ডিএনসিসি ভবনের সামনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) মাসব্যাপী ইফতার আয়োজনের তৃতীয় দিনে ইফতার বিতরণ পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র।
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: মহাসড়কে ইফতার বিতরণ করছেন ফেনী পৌরসভার মেয়র
এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। এটি কোনো ইফতার পার্টি নয়, কেবল নিম্ন আয়ের মানুষের জন্যই এই আয়োজন। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি যারা ট্রাফিক জ্যামের কারণে বাসায় পৌঁছাতে পারবে না, অথবা কাজের কারণে দেরি হয়ে যায় তারা এখানে এসে ইফতার করতে পারবে।’
রমজান মাসে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘রমজানে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছে। এছাড়াও ডিএনসিসির ৬টি মার্কেটে পণ্য দ্রব্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারণ মূল্য তালিকা দেখতে পাবে।’
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমস্যা শুনে সমাধান করা হবে: ডিএনসিসি মেয়র
৯ মাস আগে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও বিভাগের আওতাধীন মাস্টার রোল কর্মীসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
সোমবার দুপুরে নগর ভবনে এক জরুরি সভায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের সিদ্ধান্তের পর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
জরুরি সভায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। নগরীতে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তাছাড়া এ ক্ষেত্রে জনসচেতনতা খুবই জরুরি। যেহেতু এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে, তাই ঘরের ভেতরে, ছাদে ও বারান্দায় যেন কোনো পাত্রে পানি জমে না থাকে- তা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: সময়মত কোরবানির বর্জ্য অপসারণ করায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ ভোজের আয়োজন ডিএনসিসি’র
তিনি আরও বলেন, ‘টানা ভারী বর্ষণের কারণে শহরের বিভিন্ন স্থানে পানি জমে আছে। যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা দূর করে জনগণকে স্বস্তি দিতে কর্মচারীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছি।’
মেয়র বলেন যে সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। নগরবাসীকে পলিথিনসহ অন্যান্য জিনিস ড্রেনে না ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। এই জিনিসগুলো ড্রেনে ফেলা হলে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। সবাই সচেতন হলে কর্মচারীদের জন্য কাজ সহজ হবে।
আরও পড়ুন: ভারী বৃষ্টি: জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম
ডিএনসিসি’র সব মার্কেট ও বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে: মেয়র আতিকুল
১ বছর আগে
এলাকাভিত্তিক লকডাউনই সবচেয়ে উপযোগী: মন্ত্রী তাজুল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এলাকাভিত্তিক লকডাউনকে সবচেয়ে উপযোগী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
৪ বছর আগে
মঙ্গলবার রাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন
করোনাভাইরাস আক্রান্ত রোগী বেশি থাকায় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত ১২টার পর থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে।
৪ বছর আগে