মানবপাচারকারী
মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের হাত থেকে ১১ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাসে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে এই অভিযান চালিয়ে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
এই মানবপাচার চক্রের নেতৃত্বে তিনজন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ তিনটি স্থানে একটি সমন্বিত অভিযান পরিচালনা করেছে। এতে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী তিনজন প্রাথমিক সন্দেহভাজন এবং একজনের সঙ্গে থাকা ৩২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না: সারজিস আলম
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান ৩০ থেকে ৩৮ বছর বয়সী ১১ বাংলাদেশিকে সফলভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক লাভের আশায় পাচার ও শোষণের শিকার হয়েছিল। আমাদের অভিযানের মাধ্যমে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, নগদ ৮০০ রিঙ্গিত, ৮০০ মার্কিন ডলার এবং দুটি গাড়ি জব্দ করা হয়।’
ভুক্তভোগীরা বর্তমানে অভিবাসন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন। আরও তদন্তের অপেক্ষায় রয়েছে।
কর্তৃপক্ষ ধারণা করছে, সিন্ডিকেটটি একটি অত্যন্ত সংগঠিত নেটওয়ার্ক পরিচালনা করছিল যা আর্থিক লাভের জন্য দুর্বল ব্যক্তিদের ফাঁদে ফেলেছিল।
মানব পাচার মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাকারিয়া।
আরও পড়ুন: রবিবার বিআরটি করিডোরে এসি বাস সার্ভিস চালু করবে বিআরটিসি
১ সপ্তাহ আগে
নাটোরে মানবপাচারকারী চক্রের ২ সদস্য আটক
নাটোর থেকে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যা ব। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে।
সদর উপজেলার বাগরোম এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সোহরাব হোসেন (৫৫) ও ছানোয়ার ইসলাম (২৩)।
আরও পড়ুন: মাগুরায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক ১
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যা ব-৫ নাটোর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার বাগরোম এলাকায় অভিযান চালায় র্যা ব। এসময় সোহরাব ও ছানোয়ার নামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করে। অভিযানের সময় আলী নামে অপর একজন পালিয়ে যায়। আটকদের মধ্যে সোহরাব হোসেন ধর্ষণ মামলায় অভিযুক্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক: র্যাব
৩ বছর আগে
লিবিয়ায় বাংলাদেশি হত্যা: দেশের ২০ মানবপাচারকারী গ্রেপ্তার
লিবিয়ায় ২৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হওয়ার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা ২২ মানবপাচার সম্পর্কিত মামলায় ২০ সন্দেহভাজন মানবপাচারকারীকে রবিবার পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে