বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জামালগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ
সুনামগঞ্জের-জামালগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে নুরু মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে নূর মিয়াকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার পরিদর্শক (এসআই) সৌরভ দাস জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
৯৪১ দিন আগে
বড় ভাইয়ের মারধরে আহত ছোট ভাই মারা গেছেন
মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বড় ভাইয়ের হাতে আহত হওয়া আলমগীর হোসেন (১৫) নামে এক কিশোর মারা গেছেন।
১৯১৯ দিন আগে
পরকীয়া: নাটোরে বড় ভাই ও স্ত্রীর হাতে ভাটা শ্রমিক খুন
নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামের ভাটা শ্রমিক ওমর ফারুক মিঠু হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
২০২৬ দিন আগে