নলডাঙ্গা
নাটোরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জিল্লুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের রাশিদুল ইসলাম তার বাড়ির সামনের বিরোধপূর্ণ জমিতে অবস্থান নিলে প্রতিপক্ষ আবেদ আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রাশিদুল ও জিল্লুর গুরুতর আহত হন। তাদের রামেক হাসাপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জিল্লুর রহমান শনিবার সকালে মারা যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আবেদ আলী নামে একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
দৌলতদিয়ায় নদীতে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
৩৮৩ দিন আগে
নাটোরে ভারী বর্ষণে ফসলের ক্ষতি, নামতে শুরু করেছে পানি
কয়েকদিনের ভারী বর্ষণে নাটোরে ধান, শবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় অনেক স্থান থেকে নামতে শুরু করেছে পানি। আর পানি নামার সঙ্গে সঙ্গে ফসলের মাঠের ক্ষত চিহ্ন বের হতে শুরু করেছে।
ভারী বর্ষণে জেলার সিংড়া ও নলডাঙ্গা উপজেলার অন্তত ১ হাজার ৬০০ হেক্টর রোপা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্পূর্ণ তলিয়ে গেছে ৪২২ হেক্টর জমির ধান।এদিকে
সদর উপজেলার প্রায় সকল ইউনিয়নের শবজি খেত ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কিছু কিছু জমি থেকে পানি নেমে গেলেও খুব একটা লাভ হবে না তাদের, এমনটাই আশা করা হচ্ছে।
আরও পড়ুন: সারাদেশে আগামী ৭২ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা: বিএমডি
শহর ঘুরে এই প্রতিবেদক জানতে পারেন, নতুন করে বৃষ্টি না হওয়ায় শহরের আবাসিক ও নিম্নাঞ্চল ছাড়া বাণিজ্যিক এলাকা থেকে পানি নেমে গেছে। আবাসিক এলাকাগুলোর মধ্যে উত্তর ও দক্ষিণ চৌকিরপাড়, বলাড়িপাড়া, বঙ্গজ্জল, রাজবাড়ী, আলাইপুর, উপশহর, কালুর মোড় এলাকার মানুষ এখনো পানি বন্দি।
পানি নিষ্কাশনের জন্য নালা ও ড্রেন সংস্কারে কাজ শুরুর কথা জানিয়েছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
অন্যদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় গড়ে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে নাটোর সদরে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, নতুন করে বৃষ্টিপাত না হলে ফসলের ক্ষতি অনেক কমিয়ে আনা যাবে।
আরও পড়ুন: গাজীপুরে ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে দম্পতির মৃত্যু
নাটোর শহরে অব্যাহত ভারী বর্ষণে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ
৫৬০ দিন আগে
নাটোরে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুতুবদিয়ায় ৩ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত ২ শিশু হলো- আব্দুর রহমান (৭) ও সাদমান আব্দুল্লাহ (১১)।
স্থানীয়রা জানান, বিলে ভ্রমণ করতে গিয়ে নৌকাডুবিতে ২ ভাই নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মাগুরায় দুই শিশুর মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা
গাজীপুরে বাসচাপায় ৩ বছরের শিশুর মৃত্যু
৫৬৫ দিন আগে
নাটোরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
নাটোরের নলডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০ বছর আগের একটি ধর্ষণ মামলায় দুলাল মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
আরও পড়ুন: শার্শায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
এসপিপি আনিসুর রহমান জানিয়েছেন, ২০০৩ সালের ৩০ আগস্ট নলডাঙ্গা উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের ১৩ বছর বয়সী কিশোরীকে দর্জির কাজ শেখানোর কথা বলে অপহরণ করে পাশের তেঘর গ্রামের দুলাল মিয়া।
এরপর তাকে ঢাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ সোমবার এ রায় দেওয়া হয়।
আরও পড়ুন: ফরিদপুরে শ্বশুরকে হত্যার মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
৬৬৮ দিন আগে
নলডাঙ্গায় অগ্নিকাণ্ড: ৩০টি বাড়ি ভস্মিভূত
নাটোরের নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বাড়ি ভস্মিভূত হয়েছে। এসময় আরও দুইজন দগ্ধ হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামে আগুনের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি বাড়ি ও ৮টি গরু
এলাকাবাসী জানায়, নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামের খলিলুর রহমানের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ন কাঁচা ঘরবাড়ি হওয়ায় মুহূর্তেই পূরো গ্রামে ছড়িয়ে পড়ে আগুন।
খবর পেয়ে নাটোরের দুইটি সহ রাজশাহী বাগমারা ও নওগাঁর আত্রাই থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় গ্রামের অন্তত ৩০টি বাড়ি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা একেএম মুর্শেদ জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর
মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে সরকারের হাত রয়েছে: ফখরুল
৭২৫ দিন আগে
লালমনিরহাট থেকে অপহৃত স্কুলছাত্রী নাটোরে উদ্ধার
লালমনিরহাট থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নাটোরের নলডাঙ্গা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যঅটালিয়ন (র্যাব)। বুধবার রাতে উপজেলার মির্জপুর দিয়ার গ্রামে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় এক যুবককে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হৃদয় চৌকিদারের (২২) বাড়ি শরিয়তপুরের জাজিরায়।
অপহৃত স্কুলছাত্রী লালমনিরহাটের কালিগঞ্জ থানার দলগ্রাম এলাকার স্বপন চন্দ্র দাসের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
আরও পড়ুন: দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ও রংপুর র্যাবের যৌথ দল নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জপুর দিয়ার গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় হৃদয় চৌকিদারকে গ্রেপ্তার করা হয়।
নাটোর র্যাব কমান্ডার ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রাম এলাকার স্বপন চন্দ্র দাসের মেয়ে ও দশম শ্রেণীর ওই শিক্ষার্থীকে অপহরণ করে হৃদয় ও তার সহযোগিরা। অপহৃত ওই ছাত্রীকে শরিয়তপুর না নিয়ে নাটোরের নলডাঙ্গার আদিবাসী পল্লীতে নিয়ে আত্নগোপন করে হৃদয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হৃদয়কে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
আরও পড়ুন: টেকনাফে অস্ত্রধারীদের হাতে ৮ জন অপহৃত
নরসিংদী থেকে অপহৃত কিশোরী বগুড়ায় উদ্ধার, যুবক গ্রেপ্তার
৮৩৩ দিন আগে
নলডাঙ্গা ইউপি চেয়ারম্যানকে আ.লীগ থেকে সাময়িক বরখাস্ত
ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যার অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার রাতে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ফরিদপুরে গ্রেপ্তারি পরোয়ানা
গত ১৯ সেপ্টেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারধরে জীবন (২১) শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সদস্য জীবন শুক্রবার দুপুর ১টা ২০মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: টিপ পরায় নারীকে হয়রানি, কনস্টেবল বরখাস্ত
এর আগে জীবনের জানাজায় অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আসাদকে দল থেকে বহিষ্কারের কথা বলেন।
৯৩৬ দিন আগে