লালমনিরহাট থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নাটোরের নলডাঙ্গা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যঅটালিয়ন (র্যাব)। বুধবার রাতে উপজেলার মির্জপুর দিয়ার গ্রামে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় এক যুবককে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হৃদয় চৌকিদারের (২২) বাড়ি শরিয়তপুরের জাজিরায়।
অপহৃত স্কুলছাত্রী লালমনিরহাটের কালিগঞ্জ থানার দলগ্রাম এলাকার স্বপন চন্দ্র দাসের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
আরও পড়ুন: দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ও রংপুর র্যাবের যৌথ দল নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জপুর দিয়ার গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় হৃদয় চৌকিদারকে গ্রেপ্তার করা হয়।
নাটোর র্যাব কমান্ডার ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রাম এলাকার স্বপন চন্দ্র দাসের মেয়ে ও দশম শ্রেণীর ওই শিক্ষার্থীকে অপহরণ করে হৃদয় ও তার সহযোগিরা। অপহৃত ওই ছাত্রীকে শরিয়তপুর না নিয়ে নাটোরের নলডাঙ্গার আদিবাসী পল্লীতে নিয়ে আত্নগোপন করে হৃদয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হৃদয়কে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
আরও পড়ুন: টেকনাফে অস্ত্রধারীদের হাতে ৮ জন অপহৃত