খাসিয়া
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২) নামে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলারের (নম্বর-১২৫৩) কাছে ঘটনাটি ঘটে। আলী ও কাওসার একই উপজেলার কালীবাড়ি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ভারতের পেট্রাপোলে বাংলাদেশির মৃত্যু
এদিকে ২৪ ঘণ্টা পার হলেও নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর হয়নি।
স্থানীয় সূত্র জানায়, আলী, কাওসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য রবিবার কোনো এক সময় অবৈধভবে ভারতের ভেতর প্রবেশ করেন। পরে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। কিছুক্ষণ পর আহত হয়ে ফিরে আসেন নবী।
উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, ‘ভারত সীমান্ত এলাকায় গুলিতে নিহত দুই যুবকের লাশ সোমবার বিকাল পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হয়নি। সকাল থেকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের বৈঠক চলছে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজনের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া-আসা করেন। আলী ও কাওসারও সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন।’
সোমবার (১৫ জুলাই) বিকালে পুলিশ জানিয়েছে, তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুই যুবকের লাশ এখনো ভারতে আছে। তাদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফের সদস্যরা আলোচনা করছেন। দেশে আনার পর পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবে’
আরও পড়ুন: সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
৪ মাস আগে
সিলেটে সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডিবির হাওর এলাকার কেন্দ্রিবিল সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল আলী (২৮) জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কেন্দ্রিবিল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে একটি চোরাকারবারী দল। দুপুরে ফেরার পথে স্থানীয় খাসিয়া বাসিন্দারা গুলি ছুঁড়ে। এতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের মকবুল আলী নিহত হন। এ সময় তার সাথে থাকা অন্যরা মকবুল আলীর লাশ ভারতের ভেতর থেকে সীমান্তের জিরো লাইনে রেখে পালিয়ে যান।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন: পররাষ্ট্রমন্ত্রী
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, ‘খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আমরা তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
আরও পড়ুন: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে আটক ৪
তবে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আহমদ ইউসুফ জামিল জানান, বিজিবির সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা কাঠ সংগ্রহ করতে ভারত সীমান্তের ভেতরে গিয়েছিলেন। পরে ভারতের বাসিন্দারা তাদের ধাওয়া করে গুলি ছুঁড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন। তার সঙ্গীরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন।
৩ বছর আগে
সিলেট সীমান্তে অস্ত্রসহ ২ ভারতীয় খাসিয়া গ্রেপ্তার
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তবর্তী এলাকা থেকে দুই ভারতীয় খাসিয়াকে গ্রেপ্তার করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ৩টি এক নলাবন্দুক, ১৬ পিস শিসা গুলি ও ধারালো দা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কানাইঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করে বিজিবি।
বৃহস্পতিবার সকালে তাদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: কানাইঘাট সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
পিয়াইন নদীতে মিলল ভারতীয় নাগরিকের লাশ
লালমনিরহাটে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
গ্রেপ্তাররা হলেন- শ্রী তাও (৬৫) ও শ্রী ব্রাজিল (৪৯)। তাদের বাড়ি ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়াখাসিয়া পুঞ্জিতে।
সংশ্লিষ্টরা জানান, বুধবার দুপুর ১টার দিকে কানাইঘাট উপজেলার বাংলাদেশ সীমান্তবর্তী ১৩২৪নং মেইন পিলারের অভ্যন্তর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে গ্রেপ্তারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।
লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্পকমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন জানান, বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু খাসিয়ারা বাংলাদেশের ভেতরে অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে। এতে তিনিসহ সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটকের চেষ্টা করলে দু’জন ব্যতিত সবাই পালিয়ে যায়। এ সময় তিনটি এক নলা বন্দুক, ১৬ শিসার গুলি, তিনটি ধারাল দা ও ছোরাসহ শ্রী তাও ও শ্রী ব্রাজিল নামে দুই ভারতীয় খাসিয়াকে গ্রেপ্তার করে বিজিবি।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
এ ঘটনায় লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্পকমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন বাদী হয়ে গ্রেপ্তার দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে ও অনুপ্রবেশের দায়ে কানাইঘাট থানায় দুটি মামলা দায়ের করেন।
৩ বছর আগে
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের গোয়াইঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে