এ আর রহমান
ক্ষমা চাইতে হবে না, শুধু ইতিহাসটা জেনে নিন: এ আর রহমানের উদ্দেশে কবীর সুমন
সম্প্রতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটি নতুন সুর করেছেন বলিউডের সঙ্গীত পরিচালক এ আর রহমান। যা নিয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এর প্রতিবাদে কথা বলেছেন দুই বাংলার অসংখ্যা তারকা।
এবার বিষয়টি নিয়ে সরাসারি ফেসবুক লাইভে এলেন ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন।
ফেসবুক লাইভে এসে কথা শুরুর আগে কবীর সুমন গাইতে শুরু করেন ‘রোজা’ সিনেমার ‘দিল হ্যায় ছোটা সা’ গানটি। এছাড়া আরও কয়েকটি হিন্দি ও বাংলা গান করেন এই সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: ‘কারার ঐ লৌহকপাট’: দুই বাংলায় তোপের মুখে এ আর রহমান
এরপর ‘কারার ঐ লৌহকপাট’ গানটির নতুন সুর নিয়ে লাইভে কবীর সুমন বলেন, ‘যারা গানের লিরিক দিলেন, তারা টাকা পেলেন। খুব ভালো কথা। টাকা সবার দরকার। এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন! এই গানের ইতিহাস রহমান জানেন?’
কবীর সুমন আরও বলেন, ‘গানের অর্থটা জানার চেষ্টা করেছেন রহমান? ধরে নিন, এটা কাজী নজরুল ইসলামের লেখা নয়। তবুও কি গানের কথাগুলোর মানে বোঝা উচিৎ ছিল না? লিরিক শুনেইতো সুরটা দিতে হবে। তবে আজকাল এমনই গান হচ্ছে। যা শুনলে মনে হয়, মিক্সারের ভেতর সিমেন্ট, পাথর সব একসঙ্গে ঘুরছে।’
‘কারার ঐ লৌহকপাট’ এর মর্মার্থ উল্লেখ করে কবীর সুমন বলেন, `এ গানের রিমেকও তাই। তবে ইনিই তো ‘দিল হ্যায় ছোটা সা’ তৈরি করেছিলেন, সেই মানুষটা ‘কারার ঐ লৌহকপাট’ এর এমন সুর দিলেন! বিশ্বাস হচ্ছে না রহমান সাহাব। কেউ কি ছিলেন না, যে লৌহ কপাটের ইতিহাস রহমানকে বলে দেবেন, যে এই গানটার সঙ্গে একটা জাতির সংগ্রাম জড়িয়ে রয়েছে।’
শেষে বাংলাদেশের মানুষদের কাছে একটা আবেদন রেখে শিল্পী বলেন, ‘যে দেশ নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সম্মান দিয়েছে, দয়া করে তারা একটা সাংবাদিক বৈঠক করুন। রহমানের সঙ্গে দেখা করুন। তাকে এ গানের ইতিহাসটা বলুন। রহমানকে বলুন, ক্ষমা চাইতে হবে না। শুধু ইতিহাসটা জেনে নিন।’
আরও পড়ুন: বলিউডের একটা গ্যাংয়ের কারণে কাজ কম পাচ্ছি: এ আর রহমান
১ বছর আগে
ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে যুক্ত হলেন এ আর রহমান
ভারতের খ্যাতিমান অস্কার এবং গ্র্যামি-বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমান প্রখ্যাত বাংলাদেশি পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর নতুন আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ এর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
৪ বছর আগে