ইন্টারনেট সেবা
৩১ অক্টোবর ও ২ নভেম্বর ২০ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই ৪) আপগ্রেডের কারণে ৩১ অক্টোবর রাত ২টা থেকে ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ২০ ঘণ্টা ইন্টারনেট ব্যবহারকারীরা ধীর গতির সংযোগ বা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির মহাপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ২ নভেম্বর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১০ ঘণ্টা ইন্টারনেট সেবা ধীর গতিতে বা বিঘ্নিত হবে।
আরও পড়ুন: বিরোধী দল দমনে সরকারের ডিজিটাল অস্ত্র ‘ইন্টারনেট বন্ধ’: ফখরুল
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, আপগ্রেডেশনের পর এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ ক্যাপাসিটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আইআইজি, ইন্টারনেটের গতি ব্যাহত
১ বছর আগে
গোলাপবাগ সমাবেশস্থল ও আশপাশে ইন্টারনেট সেবা বিঘ্নিত
শনিবার সকাল থেকে নগরীর গোলাপবাগ সমাবেশস্থল ও এর আশপাশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকটে অফিসগামীদের ভোগান্তি
স্থানীয় এক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী জানান, শনিবার সকাল ১টা থেকে গোলাপবাগ এলাকায় পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। সেখানে অনেক লোক জড়ো হওয়ায় নেটওয়ার্ক ব্যাহত হতে পারে। এটা আগেও হয়েছে।’
শনিবার সকালে দল ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়।
সকাল ১১টার দিকে নগরীর গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন: বিএনপির বহুল আলোচিত ঢাকা সমাবেশ শুরু, ১০ দফা দাবি জানাতে পারেন মোশাররফ
বিএনপির বিভাগীয় সমাবেশ: নিরাপত্তার চাদরে রাজধানী ও আশপাশের এলাকা
২ বছর আগে
এই অঞ্চলের ইন্টারনেট সেবাদাতাদের আন্তর্জাতিক বাজারে নিয়ে যাবে হুয়াওয়ে ক্লাউড
হুয়াওয়ে ক্লাউড এশিয়া প্যাসিফিক ইন্টারনেট ইন্ডাস্ট্রি সামিট অনলাইন সফলভাবে শেষ হয়েছে। সামিটে বিস্তৃত পরিসরে কৌশলগত বিষয়ের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে, যা এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে হুয়াওয়ের ফাইভ-জি, ক্লাউড ও এআই এর সুপরিচিত এবং উদ্ভাবনী প্রযুক্তির সহায়তায় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে সহায়তা করবে।
৪ বছর আগে