শনিবার সকাল থেকে নগরীর গোলাপবাগ সমাবেশস্থল ও এর আশপাশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকটে অফিসগামীদের ভোগান্তি
স্থানীয় এক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী জানান, শনিবার সকাল ১টা থেকে গোলাপবাগ এলাকায় পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। সেখানে অনেক লোক জড়ো হওয়ায় নেটওয়ার্ক ব্যাহত হতে পারে। এটা আগেও হয়েছে।’
শনিবার সকালে দল ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়।
সকাল ১১টার দিকে নগরীর গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন: বিএনপির বহুল আলোচিত ঢাকা সমাবেশ শুরু, ১০ দফা দাবি জানাতে পারেন মোশাররফ
বিএনপির বিভাগীয় সমাবেশ: নিরাপত্তার চাদরে রাজধানী ও আশপাশের এলাকা