সোনাহাট স্থলবন্দর
দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরটি ছয় দিনের বন্ধ ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক সোনাহাট স্থলবন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৯-১৪ অক্টোবর পর্যন্ত মোট ছয় দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর
মো. আব্দুর রাজ্জাক জানান, সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে সোনাহাট স্থলবন্দরের কাজ শুরু হবে।
স্থল বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯-১৪ অক্টোবর মোট ছয় দিন সোনাহাট স্থলবন্দর ছুটিতে থাকছে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
৩ সপ্তাহ আগে
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় বন্দরে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে।
সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ১০ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে ২৬ জুন (সোমবার) থেকে ২ জুলাই (রবিবার) পর্যন্ত।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে এবং ৩ জুলাই সোমবার থেকে পুনরায় স্থলবন্দরের সকল কার্যক্রম চালু করা হবে।
এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর
সোনাহাট স্থলবন্দর সড়কের বেহাল দশা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, রাজস্ব হারাচ্ছে সরকার
১ বছর আগে
ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, এ সময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।
আরও পড়ুন: ১৫ মার্চের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মুসলিম উম্মাহর সবচাইতে প্রাণের উৎসব ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে।
এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ভারত-ভুটানের ট্রানজিট চুক্তি কার্যকরে গতি পাবে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর
১ বছর আগে
সোনাহাট স্থলবন্দর সড়কের বেহাল দশা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, রাজস্ব হারাচ্ছে সরকার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরগামী অ্যাপ্রোচ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার স্থানীয় মানুষ, বাংলাদেশ ও ভারতের পণ্য আমদানি ও রপ্তানিকারকরা।
৪ বছর আগে
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের বেহাল দশা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরগামী এপ্রোচ সড়কটির সোনাহাট ব্রিজ থেকে স্থলবন্দর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ ও ভারতের পণ্য আমদানি রপ্তানিকারকরা।
৪ বছর আগে
প্রায় ৩ মাস পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাস ২৮ দিন বন্ধ থাকার পর কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে শনিবার থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
৪ বছর আগে