পররাষ্ট্রমন্ত্রীর শোক
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে গোলাম আরিফ টিপুর মৃত্যু হয়।
প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী তার শোকবার্তায় বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধের এই প্রয়াত সংগঠক, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, প্রাজ্ঞ আইনজীবী গোলাম আরিফ টিপুর অবদান দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।
৯ মাস আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের স্ত্রী লায়লা শামীম আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, লায়লা শামীম আরা বুধবার দিবাগত মধ্যরাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১ বছর আগে
ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. সালিমুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. সালিমুল হক একজন দূরদর্শী চিন্তাবিদ ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য একজন পথপ্রদর্শক ছিলেন। তার অতুলনীয় অবদান বছরের পর বছর আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সংক্রান্ত একজন বিশেষজ্ঞ ছিলেন ড. হক। তিনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা বদরুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এতে আরও বলা হয়, ড. সালিমুল হক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেললের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুতিতে নেতৃত্ব দেন।
ড. মোমেন মরহুম ড. সালিমুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ড. সালিমুল হক শনিবার রাতে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
আরও পড়ুন: আবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
আ. লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম ফখরুল ইসলাম মুন্সী দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে গেছেন। এ দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পররাষ্ট্রমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালে তার নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: আ. লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আ. লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন
১ বছর আগে
সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সোমবার (২৮ আগস্ট) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মতিউর রহমান বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন জনগণের কল্যাণে রাজনীতি করে গেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান অসামান্য।
পররাষ্ট্রমন্ত্রী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রবিবার (২৭ আগস্ট) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তার ছেলে মুহিত-উর-রহমান শান্ত ইউএনবিকে জানান, সোমবার (২৮ আগস্ট) বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে মতিউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, তার দুই বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তারা দেশে আসছেন। তারা পৌঁছানোর পর আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ফারুক আমাদের মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির জন্য অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে তার অবদান বিশেষ করে তার অভিনয় শৈলী দেশের মানুষ অনেক দিন মনে রাখবে। সংসদ সদস্য হিসেবেও তিনি জনসাধারণের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তায় মরহুম আকবর হোসেন পাঠানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সিঙ্গাপুরে মারা গেলেন নায়ক ফারুক
অভিনেতা ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
১ বছর আগে
সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় তিনি মরহুম কামরুল ইসলাম চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ ও জলবায়ু ইস্যুতে অত্যন্ত সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।
আরও পড়ুন: শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন
পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
১ বছর আগে
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সরকারি কাজে যুক্তরাষ্ট্রে সফররত ড. মোমেন এক শোকবার্তায় মরহুম জাফরুল্লাহ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মুক্তিযুদ্ধের পর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মহৎ প্রচেষ্টার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্মরণ করে শোকবার্তায় ড. মোমেন বলেন, সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা সহজলভ্য করতে ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাজীবন কাজ করে গেছেন।
মুক্তিযুদ্ধে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
১ বছর আগে
আবদুল গাফ্ফার চৌধুরীর মেয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত বিনীতা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
মন্ত্রী বলেন, গাফফার চৌধুরীর পরম স্নেহের কন্যা বিনীতা চৌধুরী ছিলেন বাবার সর্বক্ষণের ছায়াসঙ্গী। বিনীতা চৌধুরী তার বাবার মতোই অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও বন্ধুবৎসল ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বাবা সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
ড. মোমেন বলেন, বিনীতা চৌধুরীর মৃত্যুতে তার বাবা, ভাই-বোন, পরিবারের সদস্য, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ও আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২ বছর আগে
রফিক-উল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে