রৌমারী সীমান্ত
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার মোল্লার চর সীমান্তের পিলার ১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: বিএসএফের ধাওয়া খেয়ে লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা যুবক আটক
আটক ৮ বাংলাদেশি হলেন, বাগেরহাট মোড়লগঞ্জের মধ্য বরিশাল গ্রামের চাঁন মিয়া (৫৬), সন্ন্যাসী গ্রামের জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের নুরুল ইসলাম (৪৩), শরনখোলার উত্তর তাফালবাড়ী গ্রামের রাসেল (৩২), রৌমারীর খাটিয়ামারী গ্রামের ফরহাদ (৩৫) ও জাকিরুল হক (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে কাজের জন্য যান তারা।
মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশিকে আটক করে বিজিবি।
তিনি আরও বলেন, বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে। বুধবার ৮ বাংলাদেশিকে কোর্টে পাঠানো হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও ভাসুর আটক
১৬০ দিন আগে
রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রাশেদুল মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
শুক্রবার রাত ৮টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী নামক সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ১০৫৬ -এর নিকট থেকে তাকে আটক করে।
আটক রাশেদুল উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল মিয়া চোরাই পথে ভারত থেকে গরু পাচার করে আনার জন্য সীমান্তে যান। এ সময় ভারতের গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ১নং ইউপি সদস্য মো. মিজানুর রহমান মিজান।
জামালপুর ৩৫, বিজিবির অধীন দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, রাশেদুলের পরিবারের কাছে তার আটকের খবর পেয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
১৪২৩ দিন আগে
রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
১৫৮৪ দিন আগে
রৌমারী সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
১৬১৯ দিন আগে
রৌমারী সীমান্তে ইয়াবাসহ আটক ২
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রবিবার ভোরে ৮৪০ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটকের কথা জানিয়েছে বিজিবি।
১৭৪৪ দিন আগে