অস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাটে বিএনপি নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১, অস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যাকাণ্ডের মামলার এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) পিরোজপুরের কাউখালী থানার হুগলি বাটকা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তার তথ্যানুযায়ী বাগেরহাট উপজেলার মির্জাপুর গ্রামের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একটি দোনালা বন্দুক, একটি একনালা পাইপগান, একটি কার্তুজ এবং একটি ধারালো অস্ত্রের কাঠের বাট।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
আবু বক্কর শিকদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আব্দুস সোবহান শিকদারের ছেলে। সে কিলিং মিশনের সদস্য বলে পুলিশ জানায়।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সজিব হত্যা মিশনে সরাসরি অংশগ্রহণ করে চারজন। আবু বক্কর ওই হত্যা মিশনের একজন সদস্য।
তিনি আরও জানান, আবু বক্কর সজিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং উদ্ধার হওয়া অস্ত্র ওই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।
হত্যার মূল পরিকল্পনাকারীসহ মামলার অপর আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে মো. তৌহিদুল আরিফ জানান।
মঙ্গলবার (৫ নভেম্বর) বাগেরহাটের ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিব তরফদারকে (৪৫) মির্জাপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।
এ ঘটনায তার স্ত্রী নাঈমা ফারহানা বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ের ৮ থেকে ৯ জনকে আসামি করে শুক্রবার বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দিনাজপুরের নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশিয়া নাগরিকের লাশ উদ্ধার
১৩২ দিন আগে
খুলনায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোনা তালতলা এলাকা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবাইদুর রহমান জানান, তালতলা এলাকায় প্রতিভা মণ্ডলের জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। বাড়ি করবেন বলে বৃহস্পতিবার সেখানে শ্রমিক নিয়োগ করেন তিনি। পিলারের জন্য দেড় ফুট মাটি কাটা হলে, সেখানে অস্ত্র ও গুলি দেখতে পান এক শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
পরে পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের একটি পাইপ, দোনলা বন্দুকের একটি পাইপ, একটা এসএমসি, একনলা বন্দুকের ৬০টি গুলি, ১৮টি পিস্তলের গুলি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দুইটা, ৪২টি এসএমসি’র গুলি ও এসএমসি’র একটি ম্যাগজিন উদ্ধার করে।
ওসি আরও জানান, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের, এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
১১১৪ দিন আগে
লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ হত্যা মামলায় পরোয়ানাভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭৩৩ দিন আগে
সাতক্ষীরায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার
সাতক্ষীরা, ২১ সেপ্টেম্বর (ইউএনবি)- শ্যামনগর উপজেলায় হত্যা মামলার আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
২০০৮ দিন আগে