বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যাকাণ্ডের মামলার এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) পিরোজপুরের কাউখালী থানার হুগলি বাটকা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তার তথ্যানুযায়ী বাগেরহাট উপজেলার মির্জাপুর গ্রামের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একটি দোনালা বন্দুক, একটি একনালা পাইপগান, একটি কার্তুজ এবং একটি ধারালো অস্ত্রের কাঠের বাট।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
আবু বক্কর শিকদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আব্দুস সোবহান শিকদারের ছেলে। সে কিলিং মিশনের সদস্য বলে পুলিশ জানায়।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সজিব হত্যা মিশনে সরাসরি অংশগ্রহণ করে চারজন। আবু বক্কর ওই হত্যা মিশনের একজন সদস্য।
তিনি আরও জানান, আবু বক্কর সজিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং উদ্ধার হওয়া অস্ত্র ওই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।
হত্যার মূল পরিকল্পনাকারীসহ মামলার অপর আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে মো. তৌহিদুল আরিফ জানান।
মঙ্গলবার (৫ নভেম্বর) বাগেরহাটের ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিব তরফদারকে (৪৫) মির্জাপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।
এ ঘটনায তার স্ত্রী নাঈমা ফারহানা বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ের ৮ থেকে ৯ জনকে আসামি করে শুক্রবার বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দিনাজপুরের নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশিয়া নাগরিকের লাশ উদ্ধার