বাংলাদেশির মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার রাতে আল আইন হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের আপন জেঠাতো ভাই আরেক প্রবাসী মোহাম্মদ রিয়াদ।
নিহত মোহাম্মদ আলমগীর (৫৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ২নং মুছাপুর ওয়ার্ডের মফিজুল্লাহ কোম্পানির ছেলে। বাংলাদেশে তার তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।
আরও পড়ুন: রাতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
মোহাম্মদ রিয়াদ জানান, আলমগীর ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওই রাতে হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করতে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন আলমগীর।
কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে দুবাইমুখী স্থানীয় আরবের একটি গাড়ি আলমগীরের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু জানান, আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনযাপন করছিলেন। প্রায় এক বছর আগে তিনি তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।
বর্তমানে আলমগীরের লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে জানা গেছে।
আরও পড়ুন: যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ
৬ মাস আগে
নওগাঁয় বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সোমবার ভোরে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
৪ বছর আগে