পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সোমবার ভোরে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত নির্মল রায় ওরফে সুভাষ (৩৮) উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, আজ ভোরে বাংলাদেশ থেকে ১০-১২ জনের একটি দল গরু আনতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। পরে বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের ওপর গুলি ও হামলা করেন। এ সময় সবাই পালিয়ে বাংলাদেশে আসতে পারলেও নির্মল বিএসএফের হাতে আটকা পড়েন এবং নিহত হন।
লাশ ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।