ইউপি সদস্য গ্রেপ্তার
শেরপুরে ইয়াবা জব্দ, ইউপি সদস্য গ্রেপ্তার
শেরপুরে ইয়াবা বহনের অভিযোগে আলম মিয়া (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করেছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যায় জেলা শহরের উত্তর গৌরীপুর খোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার আলম জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারিক হাকিম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আলমকে জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্যের আড়ালে দীর্ঘদিন ধরে আলম মিয়া মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি ডিবির নজরদারিতে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার।
আরও পড়ুন: বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিও হিসাব জব্দ করেছে বিএসইসি
৫৯২ দিন আগে
সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার ছোট দারোগারহাটের লালানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ইউপি সদস্যের নাম জাহেদ সুলতান চৌধুরী রবিন।
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা সাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
তিনি জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার সময় ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে রবিন মেম্বার তার অফিসের সামনে তাদের গতিরোধ করে এবং অফিসে ধরে নিয়ে যায়। এরপর স্বামীকে জিম্মি করে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এছাড়া, ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন এবং দুটি মোবাইল কেড়ে নেয়। পরে তার স্বামী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে উপপরিদর্শক (এসআই) মো. হারুন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত রবিন পালিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, রবিন একজন নেশাগ্রস্ত। তার বিরুদ্ধে স্ত্রীকে অমানুষিক নির্যাতন এবং মদ পান করে মসজিদের মুসল্লীদের মারধোরের অভিযোগ রয়েছে।
এছাড়া, রবিন ২০১৮ সালের ১৭ অক্টোবর সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় নগরীর সরাইপাড়া থেকে পাহাড়তলী থানা পুলিশ তাকে একবার গ্রেপ্তার করেছিল।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ভুক্তভোগীর স্বামী মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়। রাত তিনটার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, সোমবার সকালে আসামি জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ২ উপজাতি তরুণীকে ধর্ষণের পর হত্যা: একজনের মৃত্যুদণ্ডাদেশ
১০৭০ দিন আগে
চট্টগ্রামে বিধবা নারীকে ‘ধর্ষণের’ অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
বিধবা এক নারীকে ‘ধর্ষণ ও অশ্লিল ভিডিও ধারণ’ করে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯৪৩ দিন আগে
ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এনিয়ে মামলার ২ জন আসামি গ্রেপ্তার হলো।
২০৩৬ দিন আগে