ঢাকা-খুলনা মহাসড়ক
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানেল ঘাট সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর হোসেন মৃধা (৩৭) রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবোদিয়া (উড়াকান্দ) এলাকার জালাল উদ্দিন মৃধার ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
তিনি পেশায় একটি বেসরকারি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তার পরিবারে স্ত্রী ও একটি পাঁচ বছরের ছেলে রয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর একটি বেসরকারি ওষুধ কোম্পানির প্রমোশনাল অফিসার হিসেবে গোয়ালন্দে চাকরি করতেন। দৌলতদিয়া বাজারের একটি ফার্মেসি থেকে ওষুধের টাকা নিয়ে মহাসড়ক দিয়ে গোয়ালন্দের দিকে যাচ্ছিলেন তিনি। এমন সময় দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া এলাকা নামক স্থানে মোটরসাইকেল চালিয়ে পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়।
স্থানীয়ারা জাহাঙ্গীরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু বাসটির চালক ও সহযোগী পলাতক রয়েছে।
নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
২ বছর আগে
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ: ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান জানান, বুধবার রাতে জেলার সদর উপজেলায় সাত থেকে আটজনের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
তিনি বলেন, ‘এই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।’
অঅরও পড়ুন: সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব!
জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে মেসে যাচ্ছিলেন। পথিমধ্যে এক অটো থেকে তাদের তুলে নেয়া হয়। পরবর্তীতে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
আরও পড়ুন: খুলনায় ধর্ষণের অভিযোগে ডিবির এসআই হাজতে
২ বছর আগে
ভারী বৃষ্টিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ধস
রাজধানীর সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ অংশ। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত দূরপাল্লার পরিবহনসহ ভারী যানবাহন চলাচল করে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে মহাসড়কের পাশে বেশ কয়েক স্থান ধসে গেছে।
৪ বছর আগে